বিজেপির বুথ সাধারণ সম্পাদক বঙ্কিম হাঁসদার মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়ে আদালতের পথে হাঁটতে চলেছে পুরুলিয়া জেলা বিজেপি নেতৃত্ব। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে জানালেন, পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। অন্যদিকে, পুরুলিয়া জেলা তৃণমূল নেতৃত্বের দাবি, একজনের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রাজনীতি করার চেষ্টা করছে বিজেপি। নির্বাচনের প্রাক্কালে শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে বিজেপি।
উল্লেখ্য, গতকাল বোরো থানার কেন্দডি গ্রামের বাসিন্দা বিজেপির বুথ সাধারণ সম্পাদক বঙ্কিম হাঁসদার দেহ উদ্ধার হয় গ্রামের কাছে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছ এলাকায়। খবর পেয়ে জেলা বিজেপি নেতৃত্ব গ্রামে পৌঁছান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
বিজেপি নেতৃত্বের অভিযোগ, রাজনৈতিক কারণে মৃত্যু হয়েছে ওই কর্মীর। এর জন্য দায়ী তৃণমূল। যদিও সব অভিযোগ অস্বীকার করে পুরুলিয়া জেলা তৃণমূল নেতৃত্ব।
অন্যদিকে, গতকাল রাতে পুরুলিয়া জেলা পুলিশ সুপার সাংবাদিক সম্মেলন করে জানান, “ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বিজেপি কর্মী বঙ্কিম হাঁসদার।” তবুও এই রিপোর্টে সন্তুষ্ট নয় বিজেপি নেতৃত্ব। তাই রাজ্য পুলিশের উপর ভরসা না রেখে সিবিআই তদন্তের দাবিতে আদালতের পথে যেতে চলেছে বিজেপি নেতৃত্ব বলে জানালেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো অভিযোগ করেন, মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে দেহ নিয়ে এসে ময়নাতদন্ত করিয়ে সেই রিপোর্ট তৎপরতার সঙ্গে সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিল পুলিশ। এই নিয়েই সংশয় প্রকাশ করেন বিজেপি সাংসদ।