প্রত্যাশা মতোই গুজরাটের পুর নির্বাচনে গেরুয়া ঝড়। সুরাট পুরসভার নির্বাচনে বিজেপি ৯৩ টি আসন এবং আম আদমি পার্টি ২৭ টি আসন জিতেছে। এই নির্বাচনে কংগ্রেস সুরাটে খাতা খুলতেই পারেনি।
গুজরাটের রাজনীতিতে উঠে এল আম আদমি পার্টি (আপ) ।নির্বাচনে বিজেপিকে ভাল লড়াই দিয়েছে আপ। সুরাট পুর নির্বাচনে ছয়টি ওয়ার্ডে আম আদমি পার্টি ২৪ টি আসন জিতেছে, অন্য দুটি ওয়ার্ডে বিজেপিকে হারিয়ে তিনটি আসনে জিতেছে আপ । এখানে বিজেপি ৯৩ টি আসন পেয়েছে এবং আপ ২৭ টি আসন দখল করেছে। এই নির্বাচনে ধুয়েমুছে সাফ হয়ে গেছে কংগ্রেস। নির্বাচনে ভাল ফলের পর আগামী ২৬ ফেব্রুয়ারি সুরাটে রোড শো করে স্থানীয়দের শুভেচ্ছা জানাবেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল ।
জানা গেছে যে গুজরাটের পুরসভার নির্বাচনে আম আদমি পার্টির সাফল্যে খুশি দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল । তিনি গুজরাটের জনগণকে রাজ্যে নতুন রাজনৈতিক প্রবর্তনের জন্য আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। অরবিন্দ কেজরিওয়াল ২৬ ফেব্রুয়ারি দলের দুর্দান্ত সাফল্যের পরে জনগণকে ধন্যবাদ জানাতে আসবেন। তিনি সুরাটের বারাছা এলাকায় একটি রোডশোও করতে পারেন।