আজ বিজেপির ৪০তম প্রতিষ্ঠা দিবস : ভিডিও কনফারেন্সে‌ নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তৃতা দেবেন মোদী

আজ বিজেপির (bjp)৪০তম প্রতিষ্ঠা দিবস। তাই সোমবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিজেপি নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তৃতা দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi)। সর্বভারতীয় রাজনৈতিক দল বিজেপির চল্লিশ বছর পূর্তিতে কোনও বর্ণাঢ্য অনুষ্ঠান হচ্ছে না। কোভিড-১৯-এর দাপটে দেশের শাসক দল কোনো বড় আয়োজন করছে না। অথচ ১৯৮০ সালের এমন দিনেই বাজপেয়ী-আডবাণীদের হাত ধরে প্রতিষ্ঠা হয়েছিল ভারতীয় জনতা পার্টির। কিন্তু বর্তমান পরিস্থিতিকে মাথায় রেখেই নরেন্দ্র মোদী (Narendra Modi) , অমিত শাহ( Amit Shah), জেপি নাড্ডা (JP Nadda) নিজেদের নিয়ন্ত্রণে রাখছেন।

সোমবার সকালে এই প্রসঙ্গে একাধিক টুইট করেন প্রধানমন্ত্রী। একটি টুইটে তিনি বলেন, “দলের প্রতিষ্ঠাতা দিবস এমন সময়ে উদযাপিত হচ্ছে যখন দেশ কোভিড-সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। আমি চাইব দলের সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা দলীয় কর্মীদের উদ্দেশে যে পরামর্শ দিয়েছেন তা যেন সবাই পালন করেন।” প্রসঙ্গত, বিজেপি সভাপতি জেপি নাড্ডার বার্তাও তাৎপর্যপূর্ণ। তিনি বলেছেন, “দলের কর্মীরা যেন প্রত্যেকে আজ তাঁদের বুথ এলাকায় ৪০টি বাড়িতে যান। তাঁর পর, পুলিশ, সাফাইকর্মী, ডাক্তার ও নার্স, ব্যাঙ্ক ও ডাক কর্মী এবং সরকারি কর্মচারীদের উদ্দেশে ধন্যবাদ জ্ঞাপন করেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.