প্রথম ২ দফার প্রার্থীতালিকা প্রকাশ করল বিজেপি:রয়েছে একাধিক চমক


বিধানসভা নির্বাচন ঘোষণার ৮ দিন পরে প্রথম ২ দফার প্রার্থীতালিকা প্রকাশ করল বিজেপি। ৬০টি আসনের মধ্যে মোট ৫৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে তারা। তার মধ্যে রয়েছে একাধিক চমক। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারীই। ময়নায় প্রার্থী হয়েছেন প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা। ডেবরায় তৃণমূল প্রার্থী প্রাক্তন IPS হুমায়ুন কবীরের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন আরেক প্রাক্তন IPS ভারতী ঘোষ। ৫৭টি আসনের মধ্যে একটি আসন শরিক দল আজসুকে ছেড়েছে বিজেপি।

বিজেপির প্রার্থীতালিকায় শুভেন্দু ছাড়া অধিকারী পরিবারের কেউ প্রার্থী হননি। খেজুরিতে প্রার্থী শান্তনু প্রামাণিক। রামনগরে স্বদেশ নায়েক। দাঁতনে শক্তিপদ নায়েক। ঝাড়গ্রামে সুখময় শতপথী। খড়গপুরে প্রার্থী হয়েছেন তপন ভুঁইয়া। তবে খড়গপুর সদর আসনটিতে এখনো প্রার্থী ঘোষণা করেনি বিজেপি। সেখান থেকে দিলীপ ঘোষের লড়ার সম্ভাবনা রয়েছে। পুরুলিয়ায় প্রার্থী হয়েছেন বিদায়ী বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়। কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। জয়পুরে প্রার্থী নরহরি মাহাতো।

দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় চিত্ত প্রামাণিককে প্রার্থী করেছে বিজেপি। পাথরপ্রতিমায় আশিস হালদার, কাকদ্বীপে দীপঙ্কর জানা। সাগরে বিকাশ কামিলা।

পূর্ব মেদিনীপুরের তমলুকে প্রার্থী হয়েছেন হরেকৃষ্ণ বেরা। নন্দকুমারে নীলাঞ্জন অধিকারী। মহিষাদলে বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়। হলদিয়ায় সিপিএম ছেড়ে বিজেপিতে যোগদানকারী বিধায়ক তাপসী মণ্ডলকে প্রার্থী করেছে বিজেপি। সবংয়ে প্রার্থী হয়েছেন অমূল্য মাইতি। পিংলায় অন্তরা ভট্টাচার্য ও ডেবরায় হুমায়ুন কবীরের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন ভারতী ঘোষ।

পুরুলিয়ার বাঘমুন্ডি আসনটি শরিক দল অল ঝাড়খণ্ড স্টুডেন্ট অ্যাসোসিয়েশেনর জন্য ছেড়েছে বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.