আসন্ন পুরভোটের জন্য বিজেপি পুরোপুরিভাবে তৈরি রয়েছে বলে জানালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ পুরভোটের দিন ঘোষণা হয়ে গেলেই প্রচারের জন্য তাঁর দল পুরোপুরিভাবে ঝাঁপিয়ে পড়বেন বলে জানিয়েছেন দিলীপ ঘোষ৷
সবকিছু ঠিকঠাক চললে সম্ভবত এপ্রিলের মাঝামাঝি এরাজ্যে পুরভোট হতে চলেছে৷ যদিও এব্যাপারে স্পষ্ট কোনও তথ্য এখনও মেলেনি৷ শাসকদল তৃণমূলের মদতে এরাজ্যে বিরোধী রাজনৈতিক দলের নেতা বিশেষত বিজেপি নেতা-কর্মীদের নামেই পুলিশ মিথ্যা মামলা দিচ্ছে বলে অভিযোগ বিজেপি রাজ্য সভাপতির৷ দিলীপ ঘোষের বিরুদ্ধেও রাজ্যের বিভিন্ন থানায় পুলিশ মামলা দায়ের করেছে৷ এই প্রসঙ্গে তাঁর দাবি, দলের কর্মীরা ফ্লেক্স ছেঁড়ার প্রতিবাদ করেছিলেন, সেই ঘটনায় তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা করে হয়েছে৷
দিলীপ ঘোষের অভিযোগ, বিরোধী নেতা-কর্মীদের উপর দিনের পর দিন অত্যাচার বাড়ছে৷ শাসকদলের মদতেই রাজ্যে বিরোধীদের উপর অত্যাচার চলছে বলে অভিযোগ বিজেপি রাজ্য সভাপতির৷ দিলীপ ঘোষের দাবি, প্রায় প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে অত্যাচারের শিকার হচ্ছেন বিজেপি নেতা-কর্মীরা৷ এমনকী পুলিশের সামনেই বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছেন বলে দাবি বিজেপি রাজ্য সভাপতির৷
রাজ্য পুলিশের একাংশ তৃণমূল নেতৃত্বের অঙ্গুলিহেলনে চলছেন বলেও অভিযোগ দিলীপ ঘোষের৷ তাঁর আরও অভিযোগ, অত্যাচারের শিকার হয়ে পুলিশে অভিযোগ জানালে কোনও লাভ হচ্ছে না৷ বরং পুলিশে অভিযোগ জানাতে গেলে অত্যাচারের মাত্রা আরও বেড়ে যাচ্ছে বলে অভিযোগ গেরুয়া শিবিরের৷ পুরভোট নিয়েও শাসকদল তৃণমূলকে নিশানা করছেন দিলীপ ঘোষ৷
তাঁর অভিযোগ, পুরভোটের আগে এলাকায় ভয়ে পরিবেশ তৈরি করছে তৃণমূল৷ সাধারণ মানুষ এবং বিজেপি কর্মীরা যাতে ভোট দিতে না পারেন তার জন্য শাসকদলের দুষ্কৃতীরা এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে বলেও অভিযোগ দিলীপের৷ এরই পাশাপাশি রাজনৈতিক দলগুলির সঙ্গে কথা বলেই কমিশনের পুরভোটের দিন ঘোষণা করা উচিত বলে মনে করেন দিলীপ ঘোষ৷