নীতীশ কুমারের নেতৃত্বেই ভারতের প্রগতিশীল ও উন্নত রাজ্যে উন্নীত হবে বিহার। তাই বিহারের জনগণের কাছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা বিজেপি নেত্রী নির্মলা সীতারমণের আর্জি, এনডিএ-কেই ভোট দিন। বৃহস্পতিবার সকালে পাটনায় সাংবাদিক সম্মেলন করে বিহার বিধানসভা নির্বাচনের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। নির্বাচনী ইস্তেহার প্রকাশ করার পর অর্থমন্ত্রী বলেছেন, ‘বিহার এমন একটি রাজ্য, যে রাজ্যের সমস্ত নাগরিক রাজনৈতিকভাবে সংবেদনশীল এবং সচেতন। একটি দল কী প্রতিশ্রুতি দেয়, তা তাঁরা ভালো করেই জানেন। আমরা যা প্রতিশ্রুতি দিয়ে থাকি তা পূরণও করি। তাই কেউ যদি আমাদের নির্বাচনী ইস্তেহার নিয়ে প্রশ্ন তোলেন, তাহলে আত্মবিশ্বাসের সঙ্গে আমরা জবাব দিতে পারব।’
অর্থমন্ত্রী বলেন, নিজেদের দক্ষতার জন্য দেশের বিভিন্ন রাজ্যে চাকরি পাচ্ছেন বিহারের জনগণ। সকলের জন্য বিকাশের অনেক সম্ভাবনা রয়েছে। এটা সম্ভব হয়েছে, কারণ বিহার সরকার পূর্ববর্তী সমস্ত প্রতিশ্রুতি আত্মবিশ্বাসের সঙ্গে পূরণ করেছে। এনডিএ তথা নীতীশ কুমারকে পুনরায় জয়ী করার আবেদন জানিয়ে নির্মলা বলেছেন, ‘এনডিএ-কেই জয়ী করুন, এজন্য রাজ্যের জনগণের কাছে আবেদন জানাচ্ছি। আগামী ৫ বছরের জন্য নীতীশ কুমার হবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তাঁর নেতৃত্বে ভারতের প্রগতিশীল ও উন্নত রাজ্যে উন্নীত হবে বিহার।
এদিন বিহারের জনগণকে অর্থমন্ত্রী আশ্বাস দিয়েছেন, যত দ্রুত কোভিড-১৯ ভ্যাকসিন পাওয়া যাবে, এবং ব্যাপক পরিমানে উৎপাদন হওয়ার পর বিহারের প্রতি জনগণকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে। নির্বাচনী ইস্তেহারে এটাই আমাদের প্রথম প্রতিশ্রুতি। এনডিএ শাসনে বিহারের জিডিপি বৃদ্ধি হয়েছে বলেও জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তিনি বলেন, এনডিএ শাসনে ৩ শতাংশ থেকে ১১.৩ শতাংশে পৌঁছেছে জিডিপি।