বিহার চলছে বিধানসভা নির্বাচনের তৃতীয় তথা অন্তিম দফার ভোটগ্রহণ। বিহারে শেষ দফায় দুপুর একটা পর্যন্ত ভোট পড়েছেন ৩৪.৮২ শতাংশ। তৃতীয় দফায় ভাগ্যপরীক্ষা হচ্ছে ১,২০৪ জন প্রার্থীর। ১,২০৪ জন প্রার্থীর ভাগ্য ইভিএমবন্দি করছেন প্রায় ২.৩৪ কোটি ভোটার। শনিবার সকাল থেকে বিহারের ১৫টি জেলার ৭৮ আসনে চলছে ভোটগ্রহণ।
করোনা-সতর্কতা অবলম্বন করেই প্রতিটি বুথে চলছে ভোটগ্রহণ। বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হবে আগামী ১০ নভেম্বর। বিধানসভা নির্বাচনের অন্তিম দফা ছাড়াও এদিন বাল্মীকি নগর সংসদীয় আসনে উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে। জেডি (ইউ) সাংসদ বৈদ্যনাথ মাহাতোর প্রয়াণের কারণে বাল্মীকি নগর সংসদীয় আসনে উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে।
2020-11-07