নরেন্দ্র মোদির ব্রিগেড জনসভার প্রচারে নন্দীগ্রামে এসে ভয়ঙ্কর অভিযোগ করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি জনতাকে সাবধান করে বললেন, আমি না জিতলে ধুতি পরা, মাথায় বৈষ্ণবের টিকা লাগানো এবং গলায় কণ্ঠী পরা কোনওটাই থাকবে না।
কয়েকদিন আগেই ব্রিগেড জনসভার সমর্থনে প্রচারে নন্দীগ্রামে আসেন শুভেন্দু অধিকারী। সেই সভায় বৈষ্ণব সম্প্রদায়ের প্রচুর মানুষ উপস্থিত ছিলেন। সেখানে বক্তৃতার শেষে উপস্থিত জনতাকে সাবধান করে দেন। শুভেন্দু বলেন, আমি যদি নন্দীগ্রামে না জিতি, তবে ধুতি পরা, মাথায় টিকা লাগানো( ওই যে হরে কৃষ্ণ বৈষ্ণবের টিকা) ও গলায় কণ্ঠী পরা বন্ধ হয়ে যাবে। সাবধান। এই কথাটি মনে রাখবেন। বলেই সভা থেকে চলে যান।
এবারের নন্দীগ্রাম বিধানসভা আসনে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দাঁড়িয়েছেন মমতা ব্যানার্জি। ফলে এবারের নির্বাচনে অন্যরকম লড়াই দেখতে চলেছে নন্দীগ্রামের মানুষ। নন্দীগ্রাম জমি আন্দোলনের জন্য বিখ্যাত হলেও এখানে হিন্দুদের ওপর ইসলামিক মৌলবাদীদের অত্যাচারের ইতিহাস দীর্ঘদিনের। বিশেষ করে অতীতে নন্দীগ্রাম অঞ্চলে হিন্দুদের পূজা-অর্চনায় বাধা দেওয়া, হিন্দু নাবালিকাদের অপহরণ করে ইসলামে ধর্মান্তরণ করার মতো ঘটনা ঘটেছে। ফলে এই আসনে জয়লাভ করতে হিন্দুদের সেই ক্ষোভকে কাজে লাগাতে চাইছেন শুভেন্দু অধিকারী, এমনটাই মত অনেকের।