এবার মোদীর রাজ্য গুজরাতে চলল বুলডোজার। তীর্থস্থান বেট দ্বারকায় সরকারি জমি দখল করে গড়ে উঠেছিল মাজার। সেই মাজার বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল গুজরাতের বিজেপি সরকার। আগামীদিনেও উচ্ছেদ অভিযান চলবে বলে জানিয়েছে প্রশাসন।
হিন্দুদের কাছে বেট দ্বারকা এবং অন্যান্য দ্বীপগুলি পবিত্র স্থান হিসেবে পরিচিত। কিন্তু অভিযোগ উঠেছিল বেশ কিছুদিন ধরেই ওই স্থানের জমি দখল করে বসতি স্থাপন করেছে একদল লোক। তাঁরা ওই দ্বীপের কয়েকশো বিঘা জমি দখল করে সেই জমিতে মাজার, মসজিদ এবং বস্তি গড়ে তুলেছে। সেই অভিযোগ পাওয়ার পরই সরকারের একাধিক দফতর প্রয়োজনীয় পদক্ষেপ করতে শুরু করে।
এরই মধ্যে সপ্তাহখানেক আগে দেশজুড়ে ইসলামিক কট্টরপন্থী সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া-এর বিরুদ্ধে দেশজুড়ে অভিযান চালায় জাতীয় তদন্তকারী সংস্থা। সেই অভিযানে দেখা যায় যে বেট দ্বারকায় পিএফআই-এর কার্যক্রম চলত। আর সে তথ্য সামনে আসার পরই উচ্ছেদ অভিযান চালায় প্রশাসন।
প্রশাসনের তরফে বেশ বুলডোজার নিয়ে যাওয়া হয় বেট দ্বারকায়। অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রায় এক হাজারের বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছিল। তারপর আঁটোসাঁটো নিরাপত্তার মাঝে চালানো হয় উচ্ছেদ অভিযান। সরকারি জমি দখল করে গড়ে ওঠা একের পর বস্তির ঘর, মাজার ও মসজিদ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।