আবারও কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী সংবিধান মানেন না বলে তোপ দাগলেন আসানসোলের বিজেপি সাংসদ। ‘আগামী বিধানসভা নির্বাচনে দু’শোরও বেশি আসন পেয়ে রাজ্যে ক্ষমতা দখল করবে বিজেপি’, আশাবাদী বাবুল।
বিধানসভা ভোট যতই এগোচ্ছে রাজ্যে রাজনৈতিক উত্তেজনার পারদ ততই চড়ছে। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগলেন বাবুল সুপ্রিয়। বাবুলের অভিযোগ, ‘মুখ্যমন্ত্রী সংবিধান মানেন না। রাজ্যবাসী আমাদের সঙ্গেই রয়েছেন। আগামী বিধানসভা নির্বাচনে দু’শোরও বেশি আসন পেয়ে রাজ্যে ক্ষমতা দখল করবে বিজেপি।’’
আগামী বছরের শুরুতেই রাজ্যে বিধানসভা ভোট। একুশের ভোটে বাংলা দখলে মরিয়া গেরুয়া শিবির। প্রস্তুতিতে এক ইঞ্চিও ফাঁক-ফোকর রাখতে চাইছেন না বিজেপি নেতারা। ইতিমধ্যেই বাংলায় বিজেপির সহকারি পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে দলের আইটি সেলের প্রধান অমিত মালব্যকে।
কৈলাশ বিজয়বর্গীয়ের সঙ্গে তিনিও এরাজ্যে দলের কাজ দেখছেন। বাংলায় বিজেপি আইটি সেলের দায়িত্বও মালব্যকে নিতে বলেছেন মোদী-শাহরা। বাংলাকে ৫টি জোনে ভাগ করে এলাকাভিত্তিক জনসংযোগ বাড়ানোর কর্মসূচি নিয়েছেন দলের কেন্দ্রীয় নেতারা।
অন্যদিকে, সাংগঠনিক ফাঁকফোকর মেরামত করে ফের রাজ্যে ক্ষমতা দখলে আশাবাদী তৃণমূল। জেলায়-জেলায় চলছে জনসংযোগ বাড়ানোর কাজ। দলেরই একাংশ ব্যস্ত গত ৫ বছরের উন্নয়নের প্রচারের কাজে।
দলের পুরনো যে কর্মীরা বসে গিয়েছেন তাঁদের ফের সচল করার কাজও চলছে জোরকদমে। পিছিয়ে নেই বামেরাও। কংগ্রেসকে সঙ্গে নিয়েই চলছে সভা-সমাবেশ। মোটের উপর বিধানসভা ভোট যতই এগোচ্ছে করোনাকালেও রাজনৈতিক উত্তেজনার পারদ ততই চড়ছে।