জম্মু (Jammu) কাশ্মীরে মুসলিমদের উপর হওয়া ভারত কত অত্যাচার করছে সেই প্রসঙ্গ তুলে ভারতকে বারবার আন্তর্জাতিক মঞ্চে বারবার কোণঠাসা করতে চাইছে পাকিস্তান (Pakistan) ও চিনের (China) মত দেশগুলি| সামনেই রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিটির বৈঠকের হোতা পাকিস্তানের বন্ধু চিন | সিএএ ,কাশ্মীরের মত নানা ইস্যুতে ভারতের বিরুদ্ধে আক্রমণ শানাতে প্রস্তুত বিরোধী গোষ্ঠী |
ঠিক তেমনই বাড়তে থাকা পাকিস্তান সেনার বালুচিস্তানের (Balochistan) মানুষদের উপর পাক সেনা ও পুলিশের অত্যাচারও ভারতের কাছে বড় অস্ত্র | মাত্র দুদিন আগে বালুচিস্তানের (Balochistan) পথে নেমেছিলেন সেখানকার মহিলারা | তাদের মুখে ছিল পাকিস্তানের থেকে আজাদির স্লোগান | নতুন নয় | এমন অনেক মিছিল বালুচিস্তানে (Balochistan) আগেও হয়েছে |
বালুচিস্তানের (Balochistan) সমর্থনে গঠিত হয়েছে অউরাত মার্চ | যা কিনা লাহোর থেকে করাচি সব জায়গাতেই পাকিস্তান থেকে বালুচিস্তানের (Balochistan) আলাদ হওয়ার দাবিতে মিছিল করবে | অব্যাহত বালুচিস্তানে সাধারণ মানুষের উপর নির্মম অত্যাচার | মাত্র একদিন আগেই বিবি জার গুলের (Bb jar gul) উপর হওয়া চরম অত্যাচারের ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায় |
প্রতিটি ঘর থেকে রোজ নিখোঁজ হয়ে যাওয়া তাদের পুরুষদের ফিরিয়ে নিয়ে আসার জন্য পাক সেনার বিরুদ্ধাচরণে এখন অভ্যস্ত সেখানকার মহিলারা | প্রত্যেকের হাতে তাদের বাড়ির নিখোঁজ সদস্যের ছবি নিয়ে দাঁড়ানো যেন এক দস্তুর সেখানে| প্রশ্ন উঠছে সিএএ (CAA) পরবর্তী যে হিংসার জন্য ভারতের সরকারকে কাঠগোঁড়ায় তোলা হচ্ছে ,তারা কেন চুপ পাকিস্তান কর্তৃক বালুতিস্তানের সাধারণের উপর হওয়া এই অত্যাচারের বিরুদ্ধে?