নিমতায় বিজেপি কর্মীর বৃদ্ধা মায়ের মৃত্যুতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করল বিজেপির শীর্ষ নেতৃত্ব। সোমবার বৃদ্ধার মৃত্যু নিয়ে টুইট করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপি সভাপতি জেপি নড্ডা।
এদিন টুইটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লিখেছেন, ‘টিএমসির গুন্ডাদের নির্মম অত্যাচারে আজ বাংলার কন্যা শোভা মজুমদার মহাশয়ার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। এই পরিবারের গভীর ক্ষত আর ব্যথা দীর্ঘদিন মমতা দিদিকে বিদ্ধ করবে। হিংসামুক্ত ভবিষ্যত গড়তে,বাংলার মা-বোনেদের জন্য সুরক্ষিত রাজ্য গড়তে বাংলা লড়াই করবে’। অমিত টুইটে লেখেন, “বাংলার মেয়ে, কারোর মা, কারোর বোনের আজ মৃত্যু হল। তৃণমূলের লোকেরা নৃশংসভাবে তাঁকে মারধর করেছিল। সহানুভূতি জানিয়ে এক শব্দও ব্যয় করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর পরিবারের ক্ষত কে পূরণ করবে? “
আরও পড়ুন: ‘রাজনীতিটা অভিসার নয়’, দলের তিন তারকা প্রার্থীকে টিপ্পনী তথাগতর
বিজেপি সভাপতি জেপি নাড্ডা লেখেন, ‘নিমতার বৃদ্ধ ‘মা’ শোভা মজুমদারের আত্মার শান্তি কামনা করি । ছেলে গোপাল মজুমদার বিজেপি করার জন্য আজ তাঁকে প্রাণ দিতে হল । বিজেপি এই বলিদান কে সর্বদা মনে রাখবে। ইনি ও বাংলার ‘মা’ ছিলেন ইনি ও বাংলার ‘মেয়ে’ ছিলেন । বিজেপি সবসময় বাংলার মা ও মেয়েদের সুরক্ষার জন্য লড়াই করবে ।’
জবাবে এদিন নন্দীগ্রামে মমতা বলেন, ‘আমি কোনও মৃত্যুকেই সমর্থন করি না। অমিত শাহ টুইট করে বলছে, বেঙ্গল কা কেয়া হাল হ্যায়। তুমহারা ইউপি কা কেয়া হাল হ্যায়? হাথরসকা কেয়া হাল হ্যায়? দিল্লি কা কেয়া হাল হ্যায়? রাজস্থান কা কেয়া হ্যায়? তখন কি অমিত শাহ মুখে লিউকোপ্লাস্টার দিয়ে বসে থাকেন? টুইট করছে, টুইট মানেই জানতো না। ফেক নিউজ করে।’
উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি উত্তর দমদম পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের নিমতা পাটনা স্কুল রোডে বিজেপি কর্মীর বাড়িতে ঢুকে তাঁর অশীতিপর বৃদ্ধা মা’কে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে। গোপাল মজুমদার নামে ওই বিজেপি কর্মী অভিযোগ করেছিলেন, তিনজন তৃণমূল কর্মী বাড়িতে ঢুকে পড়েন। তাঁকে বন্দুকের বাঁট দিয়ে মারধর করে শাসকদলের ওই কর্মীরা। তাঁর মা বাধা দিতে এলে তাঁকে ধরেও বেধড়ক করা হয়। সেই ঘটনা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায়। বৃদ্ধার মুখের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সোমবার ভোররাতের দিকে বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ৮৫ বছরের বৃদ্ধা৷ এই ঘটনা প্রকাশ্যে আসতেই তোলপাড় হয় রাজ্য রাজনীতি। রাজ্যে সুরক্ষিত নন মায়েরাই। বাংলার মেয়ে স্লোগানে কটাক্ষ করে সুর চড়িয়েছেন শুভেন্দু অধিকারী, অমিত মালব্যরা। বৃদ্ধার সেই ছবি পোস্টার করে শহরের বিভিন্ন প্রান্তে টানানো হয়েছে। তাতে ইংরাজিতে লেখা, ‘ইজ সি নট অ্যা ডটার অফ বেঙ্গল?’ এলাকায় প্রতিবাদ মিছিল করে বিজেপি৷
যদিও এই নিয়ে তৃণমূল নেতা সৌগত রায়ের বক্তব্য, “এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই।এই ঘটনা নিয়ে বিজেপি প্রথম থেকেই অনেক হইচই করছে। যে কারোর মৃত্যুই দুঃখজনক। বয়সজনিত কারণে মৃত্যু হয়ে থাকতে পারে। সব বিষয়ে রাজনীতি করাটা বাজে ব্যাপার।