আমাদের ভারত, কলকাতা, ১৪ মে: বিদ্যাসাগর কলেজে ভাঙ্গচুরের ঘটনায় তীব্র প্রতিবাদ জানালেন তৃণমূলের মহাসচিব পার্থ চ্যাটার্জি। মঙ্গলবার অমিত শাহের মিছিল চলাকালীন এই কলেজে হামলা চালায় বিজেপি সমর্থকেরা বলে অভিযোগ।
দলের সর্বভারতীয় সভাপতির মিছিল বিদ্যাসাগর কলেজের সামনে পৌছাতেই তৃণমূল সমর্থকেরা তাকে কালো পতাকা দেখান। বিজেপির অভিযোগ তাদের কর্মী সমর্থকদের উদ্দেশ্য করে প্রথমে ইটপাটকেল ছোড়া হয়। তারপর বিজেপি কর্মী সমর্থকেরা পাল্টা চড়াও হন। বিজেপি কর্মীদের মারমুখী মেজাজে পিছু হটেন তৃণমূল সমর্থকেরা। সেই সময় বিদ্যাসাগরের মূর্তিটি ভেঙ্গে যায়। বিজেপি কর্মী সমর্থকেরা কলেজের জিএসের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। তারপরেই ধুন্ধুমার কান্ড বাধে কলেজ গেটে। বিশাল পুলিশ বাহিনী এসে অবস্থা নিয়ন্ত্রনে আনে। একাধিক ডিসি পর্যায়ের আইপিএস অফিসার ঘটনাস্থলে যায়। পুলিশ লাঠিচার্য করে জনতাকে সেখান থেকে খালি করে।
যদিও রাজ্য বিজেপির সভাপতি মহান মনিষীর মূর্তি ভাঙ্গার কথা মানতে চাননি। তিনি বলেন, তৃণমূল কলেজের উপর থেকে ইটপাটকেল ছুড়ছিল। তাদের ইটের আঘাতেই বিদ্যাসাগরের মূর্তিটি ভেঙ্গে যায়। তৃণমূল রাজনৈতিক ফায়দা তুলতে ইচ্ছে করে এই কাজ করেছে বলে দাবি করেন দিলীপ ঘোষ।