গ্রেফতার হলেন রিপাবলিক টিভির (Republic TV) প্রধান সম্পাদক অর্ণব গোস্বামী। ৫৩ বছরের এক ইন্টেরিয়র ডিজাইনারকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাঁকে। বুধবার সকালে মুম্বইয়ে তাঁকে বাড়ি থেকে গ্রেফতার করে আলিবগ থানার পুলিশ। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিয়োতে দেখা যায়, ভ্যানে করে অর্ণব গোস্বামীকে নিয়ে যাচ্ছে পুলিশ। ঘটনার পরেই টুইট করে এই বিশিষ্ট সাংবাদিকদের গ্রেফতারির নিন্দা করেছেন,কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর ও স্মৃতি ইরানি। বুধবার সাতসকালে কোনওপ্রকার আগাম নোটিস ছাড়াই অর্ণবের বাড়িতে হানা দেয় মুম্বই পুলিশের একটি বড়সড় দল। সিআইডি (CID) এবং মুম্বই পুলিশের ১০-১২ জন আধিকারিক অর্ণবের বাড়িতে প্রবেশ করে। বাকি অন্তত ৪০-৪৫ জন পুলিশ আধিকারিককে দেখা যায় তাঁর বাড়ির বাইরে অপেক্ষা করতে। এরপর কিছুক্ষণ দেখা যায় অর্ণব গোস্বামীকে একপ্রকার টানতে টানতেই থানায় নিয়ে গিয়েছে পুলিশ। রিপাবলিক টিভির দাবি, অর্ণবকে জোর করে টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে। শুধু তাই নয়, অভিযোগ উঠেছে তাঁর শ্বশুর, শাশুড়ি, স্ত্রী এবং ছেলেকেও হেনস্তা করেছে পুলিশ।
যে মামলায় অর্ণব গোস্বামীকে (Arnab Goswami) আটক করা হয়েছে সেটি বছর দুয়েকের পুরোনো। রিপাবলিক টিভির সম্পাদকের বিরুদ্ধে ৫ কোটি ৪০ লক্ষ টাকা ঋণ নিয়ে শোধ না করা এবং আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়ের ছিল। ২০১৮ সালে মুম্বইয়ের এক ইন্টেরিয়র ডিজাইনার এবং তাঁর মা আত্মহত্যা করেন। মুম্বই পুলিশের দাবি, তাঁদের সুইসাইড নোটে নাকি বলা হয়েছিল, অর্ণব গোস্বামী ৫ কোটি ৪০ লক্ষ টাকা শোধ না করায় আর্থিক অনটনে পড়তে হয়েছে, এবং সেকারণেই তাঁরা আত্মহত্যা করছেন। তারপরই অর্ণবের বিরুদ্ধে ঋণখেলাপি এবং আত্মহত্যার প্ররোচনার অভিযোগ দায়ের করেন ওই ইন্টেরিয়র ডিজাইনারের ছেলে। গতবছর অবশ্য প্রাথমিক তদন্তের পর মামলাটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল পুলিশ। কিন্তু সেই মামলায় এবার গ্রেফতার করা হল অর্ণব গোস্বামীকে।