ভারত-বিরোধী স্লোগান লেখা দেখতে পাওয়া গেল কানাডার এক রাম মন্দিরে। এই অভিযোগ প্রকাশ্যে আসতেই বিতর্কের পরিস্থিতি তৈরি হয়ে গেছে আন্তর্জাতিক স্তরে। ঘটনাটিকে কেন্দ্র করে ইতিমধ্যে টরন্টোয় ভারতীয় কনস্যুলেট জেনারেল তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি একইসঙ্গে কানাডা প্রশাসনের কাছে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেছেন।
এই ইস্যুকে কেন্দ্র করে টরন্টোয় ভারতীয় কনস্যুলেটের টুইটার হ্যান্ডেল থেকে একটি টুইট করা হয়েছে। টুইটে লেখা, “মিসসিসাউগার রাম মন্দিরের বিকৃতি ঘটিয়ে ভারত-বিরোধী গ্রাফিত্তি লেখার ঘটনার আমরা তীব্র নিন্দা করছি। কানাডা প্রশাসনের কাছে আমাদের অনুরোধ, বিষয়টি তদন্ত করে দেখে যেন দ্রুত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়”।
অনেকের দাবি এই ঘটনার পিছনে খালিস্তানিরা রয়েছেন। রাম মন্দিরের গায়ে ভারত ও প্রধানমন্ত্রী মোদীর নামে কুৎসাপূর্ণ ভাব প্রকাশ করা হয়েছে এবং জার্নেল সিং ভিন্ডেরওয়ালের নাম প্রশংসায় ভরে দেওয়া হয়েছে। উল্লেখ্য, জার্নেল সিং ভিন্ডেরওয়াল সেই কুখ্যাত জঙ্গির নাম, যাকে ‘অপারেশন ব্লু স্টারে’ মূল লক্ষ্য হিসাবে চিহ্নিত করা হয়েছিল।