মেলবোর্নের অ্যালবার্ট পার্ক এলাকায় ইসকন মন্দিরের দেওয়াল লিখনে দেখা গেল ‘খলিস্তান জিন্দাবাদ’ স্লোগান। এহেন ঘটনায় স্তম্ভিত ইসকনের শান্তিপ্রিয় ভক্তরা। একমাসে এই নিয়ে অস্ট্রেলিয়ায় পরপর তিনটি মন্দিরে তাণ্ডবের অভিযোগ।
অস্ট্রেলিয়ার মিডিয়ায় প্রকাশিত খবর অনুসারে, মেলবোর্নের ওই মন্দিরের দেওয়ালে স্প্রে পেন্ট দিয়ে খালিস্তানপন্থী নেতা ভিন্দারওয়ালেকে সমর্থন জানিয়ে ভারতের বিরুদ্ধে একাধিক স্লোগান লেখা হয়। সোমবার ভোরে মন্দিরের দেওয়ালে স্লোগান নজরে আসে কর্তৃপক্ষের। অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যমে ইসকন মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন, উপাসনা স্থলে এই হামলায় তাঁরা হতবাক। পরপর মন্দিরে তাণ্ডবের ঘটনায় ক্ষুব্ধ প্রবাসী ভারতীয়রাও। সোশ্যাল মিডিয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি তুলেছেন তাঁরা।
গত ১২ দিনে এই নিয়ে পরপর তিনবার অস্ট্রেলিয়ার মন্দিরে ভারত বিরোধী স্লোগান লেখার অভিযোগ। ১২ জানুয়ারি মেলবোর্নের স্বামীনারায়ণ মন্দিরের দেওয়ালে খালিস্তানপন্থীদের স্লোগান লেখা হয়। সেই ঘটনার রেশ না কাটতে ফের মন্দিরে তাণ্ডবের অভিযোগ। ১৭ জানুয়ারি ক্যারাম ডাউনসে শ্রী শিব বিষ্ণু মন্দিরে পোঙ্গল উৎসবের মাঝেই ওঠে অভিযোগ। পোঙ্গল উপলক্ষে তিন দিনের উৎসবের আয়োজন করা হয়েছিল ওই মন্দিরে। তখনই মন্দিরের দেওয়ালে ভারত বিরোধী, খালিস্তানপন্থী স্লোগান লেখা হয় বলে দাবি।