আর ২০ বছর। তারপর দেশ চালাবে মুসলিমরা। হিমন্ত বিশ্বশর্মার মন্তব্যের প্রতিবাদে এমনই হুঁশিয়ারি দিলেন এআইইউডিএফ প্রধান মাওলানা বদরুদ্দীন আজমল।
গুয়াহাটিতে এক অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের উদ্দেশ্যে হিমন্ত বলেছিলেন যে আসামের হিন্দু ও মুসলমান সবাই স্ফূর্তিতে রয়েছে। গত কয়েক বছরে আমি কাউকে দুঃখী হতে দেখিনি। আর হিমন্তর এই মন্তব্যে বেজায় চটেছেন আজমল।
গতকাল রবিবার আজমল বলেন যে আসামের মুসলমানরা কতটা ভালো আছেন, তা সবাই জানেন। আজমলের অভিযোগ, সব কিছুতেই মুসলমানদের টার্গেট করছে হিমন্তর সরকার। উচ্ছেদ থেকে শুরু করে বাল্যবিবাহ বিরোধী অভিযান – সব ক্ষেত্রেই মুসলমানদের টার্গেট করছে সরকার। মুসলমান ছেলেমেয়েদের কোনোভাবেই এগিয়ে যেতে দেওয়া হচ্ছে না। তাদের পিছন থেকে আরও পিছনে ঠেলে দেওয়া হচ্ছে। তবে ২০ বছর পরে দেশ চালাবে মুসলমানরা, দাবি করেন ধুবড়ির সাংসদ আজমল।
আজমল আরও বলেন, ‘এই রাজ্যে এখন কথা বলতে ভয় করে। কিছু বললেই হয়তো জেলে ভরে দেবে। রাজ্যে যেভাবে বুলডোজার চলছে, তা সাংঘাতিক। এনকাউন্টারের নামে নিরীহ মানুষকে মেরে ফেলা হচ্ছে। যাকে খুশি গুলি করে দিচ্ছে পুলিশ।’ আসামে জঙ্গলরাজ চলছে বলে অভিযোগ করেন আজমল।