নজরে একুশের ভোট, আগামী সপ্তাহেই রাজ্যে আসছেন অমিত শাহ

লক্ষ্য একুশের ভোট। রাজ্য দখলে মরিয়া গেরুয়া শিবির। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা রাজ্য ঘুরে যাওয়ার এক সপ্তাহের মধ্যেই রাজ্যে আসার প্রবল সম্ভাবনা পদ্ম-শিবিরের অন্যতম শীর্ষ নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহের শেষের দিকে রাজ্যে আসতে পারেন অমিত শাহ।

একুশের বিধানসভা ভোট যত এগোচ্ছে রাজ্যে রাজনৈতিক উত্তেজনার পারদ ততই চড়ছে। উন্নয়নকে ঢাল করে ক্ষমতায় থাকতে সচেষ্ট শাসক তৃণমূল। অন্যদিকে, রাজ্য সরকারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে বাংলায় পালাবদলে মরিয়া গেরুয়া শিবির।

জেপি নাড্ডার রাজ্য সফরে বৃহস্পতিবার ধুন্ধুমার-কাণ্ড ঘটে। দক্ষিণ ২৪ পরগনার শিরাকোলে নাড্ডার কনভয়ে বেপরোয়া হামলা চলে। একের পর এক গাড়ি ভাঙচুর হয়। চোট পেয়েছেন বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয়, মুকুল রায় থেকে শুরু করে বেশ কয়েকজন বিজেপি নেতা-কর্মী।

গাড়ির কাচ ভেঙে আহত হয়েছেন বিজেপি রাজ্য সবাপতি দিলীপ ঘোষের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী। হামলার দায় শাসক তৃণমূলের কাঁধেই চাপিয়েছে গেরুয়া শিবির। যদিও বিজেপির অভিযোগ নস্যাৎ করেছে তৃণমূল।

এই ঘটনায় রাজ্য প্রশাসনের বিরুদ্ধে যারপরনাই ক্ষুব্ধ কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইটে লিখেছেন, ‘বাংলায় বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজি-র কনভয়ে আক্রমণ খুবই নিন্দনীয় একটি ঘটনা। বিষয়টি নিয়ে কোনও নিন্দাই যথেষ্ট নয়। কেন্দ্রীয় সরকার এই আক্রমণকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিচ্ছে। এই সংগঠিত হামলার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে রাজ্যের শান্তিকামী মানুষের কাছে জবাবদিহি করতে হবে।’’

এগিকে, এই আবহেই রাজ্যে আসতে পারেন অমিত শাহ নিজেই। দু’দিনের রাজ্য সফরে ঠাসা কর্মসূচি থাকছে শাহের। জানা গিয়েছে, উত্তরবঙ্গে যেতে পারেন অমিত শাহ। সেখানে দলের সাংসদ, বিধায়কদের সঙ্গে কথা বলবেন তিনি।

সাংগঠনিক ক্ষেত্রে আরও কী কী বদলের প্রয়োজন, তা নিয়ে আলোচনা করবেন দলীয় নেতা-কর্মীদের সঙ্গে। একইসঙ্গে সাংগঠনিক বেশ কিছু কাজকর্ম সম্পর্কেও বিশদে খোঁজ নেবেন শাহ। যদিও ঠিক কবে অমিত শাহ রাজ্য সফরে আসবেন তা এখনও চূড়ান্ত হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.