পঞ্চম দফার ভোটের আগে আজ ফের রাজ্যে প্রচারে অমিত শাহ। আসছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। আজ রাজ্যে একাধিক কর্মসূচি রয়েছে বিজেপির এই দুই শীর্ষ নেতার। জনসভার পাশাপাশি রোড শোতেও হাজির থাকবেন শাহ, রাজনাথ। আজ একদিকে যখন তাঁর প্রচারে নিষেধাজ্ঞার প্রতিবাদে কলকাতায় ধরনায় বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়, উল্টোদিকে প্রায় একই সময়ে রাজ্যে প্রচারে ঝড় তুলবেন অমিত শাহ, রাজনাথ সিংরা।
আজ উত্তরবঙ্গ সফরে অমিত শাহ। সকালে বাগডোগরায় নেমে দার্জিলেঙে জনসভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর তাঁর সভা রয়েছে নাগরাকাটা ও ইসলামপুরে। বিকেলে কলকাতায় ফিরবেন তিনি। বিধানননগরে দলী. প্রার্থীর সমর্থনে সমাবেশ করবেন অমিত শাহ। বিধানননগরের সমাবেশ সেরেই দিল্লি ফিরে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
অমিত শাহের পাশাপাশি আজ রাজ্যে প্রচারে ঝড় তুলতে আসছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। নদিয়ার করিমপুরে জনসভা করবেন রাজনাথ। এরপর তাঁর সভা রয়েছে উত্তর ২৪ পরগনা জেলায়। মধ্যমগ্রাম ও স্বরূপনগরে দলীয় প্রার্থীদের সমর্থনে সভা করববেন রাজনাথ সিং। এর আগে সোমবারই রাজ্যে এসেছিলেন অমিত শাহ। পরপর সভা, রোড শো করে গেরুয়া প্রার্থীদের সমর্থনে প্রচার সেরেছিলেন তিনি। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই আজ ফের রাজ্যে প্রচারে শাহ। আগামী ১৭ এপ্রিল শনিবার রাজ্যে পঞ্চম দফার নির্বাচন।
আজ একদিকে যখন রাজ্যে নির্বাচনী প্রচারে ঝড় তুলবেন অমিত শাহ, রাজনাথ সিংরা, তখন কলকাতায় গান্ধীমূর্তির পাদদেশে ধরনায় বসতে দেখা যাবে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। ২৪ ঘণ্টা তাঁর প্রচার নিষিদ্ধ করার সিদ্ধান্তের প্রতিবাদে ধরনায় বসবেন তৃণমবূলনেত্রী। আজ দুপুর বারোটা থেকে কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে ধরনা বসবেন তিনি।
জাতীয় নির্বাচন কমিশনের রোষের মুখে পড়েন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংখ্যালঘু ভোট-ভাগ নিয়ে তৃণমূল সুপ্রিমোর মন্তব্যে বেজায় চটেছে নির্বাচন কমিশন। এব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠায় জাতীয় নির্বাচন কমিশন। সেই চিঠির উত্তরও দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরে একেবারেই সন্তুষ্ট নয় নির্বাচন কমিশন।
রাজ্যে নির্বাচনী প্রচারে গিয়ে তৃণমূলনেত্রীর ‘গা-গরম’ করা ভাষণে অশান্তির আবহ তৈরি হচ্ছে বলে মনে করছে কমিশন। তারই জেরে রাজ্যে নির্বাচন চলাকালীন গন্ডগোল বাড়ছে বলে মনে হয়েছে কমিশনের। সেই কারণেই এবার তৃণমূলনেত্রীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের। আজ মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত নির্বাচনী প্রচার করতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার রাত ৮টা থেকে থেকে শুরু হয়েছে নিষেধাজ্ঞার মেয়াদ।