বঙ্গে অমিত শাহ LIVE UPDATE: মাটিতে বসে বাউলের বাড়িতে মধ্যাহ্নভোজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর

আগামী বছর বিধানসভা নির্বাচন (Assembly Election 2021)। বাংলা দখলে মরিয়া বিজেপি। আর তাকে পাখির চোখ করেই বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সফরের দ্বিতীয় দিনের সমস্ত কর্মসূচি জানতে নজর রাখুন লাইভ আপডেটে।
দুপুর ২.২৭: বাসুদেব বাউলের বাড়িতে মধ্যাহ্নভোজ সারছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
দুপুর ২.১৭: বাসুদেব বাউলের গান শুনলেন অমিত শাহ।
দুপুর ২.১৩: মধ্যাহ্নভোজ সারতে বাসুদেব বাউলের বাড়িতে পৌঁছলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বাউলের বাড়ির শিবমন্দিরে পুজো দিলেন তিনি।
দুপুর ২.০৮: শ্যামবাটির রতনপল্লিতে বাসুদেব বাউলের পথে রওনা অমিত শাহ।
দুপুর ২.০১: অমিত শাহ আসার প্রতিবাদে শান্তিনিকেতনে বিক্ষোভ বামপন্থী সংগঠনের।
দুপুর ২.০১: “আমি এসে রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মান জানালাম। আজ খুব সৌভাগ্যের দিন। জগতকে বাংলার সঙ্গে যুক্ত করতে শান্তিনিকেতন তৈরি করা হয়েছিল। শতবর্ষ উদযাপিত হতে চলেছে বিশ্বভারতীর। তাই এটাই সময় বাংলার শিক্ষা, সংস্কৃতি সঙ্গে সকলের পরিচয় ঘটানোর”, মন্তব্য অমিত শাহর।
দুপুর ২: বাংলাদেশ ভবন থেকে বেরলেন অমিত শাহ।
দুপুর ১.৫১: অমিত শাহর সফরের মাঝে দুবরাজপুরে বিজেপি কর্মীদের উপর হামলা। তৃণমূলের পতাকা লাগানো বাইক বাহিনী হামলা চালিয়েছে বলে অভিযোগ।
দুপুর ১.০৮: উপাচার্য বিদ্যুৎ আচার্যের সঙ্গে বৈঠক অমিত শাহর।
দুপুর ১.০৭: বাংলাদেশ ভবনে পৌঁছলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
দুপুর ১: বাংলাদেশ ভবনের পথে রওনা অমিত শাহ।
বেলা ১২.৫২: সংগীত ভবনের অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সঙ্গে কথা বলছেন অমিত শাহ।
বেলা ১২.৩৪: অমিত শাহের সামনে ৫টি গান পরিবেশন করেন ছাত্রছাত্রীরা।

বেলা ১২.২৮: সংগীত ভবনের অনুষ্ঠানে যোগ দিলেন অমিত শাহ।

বেলা ১২.১১: উপাসনা গৃহ ঘুরে দেখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
বেলা ১২: রতনপল্লিতে বাউল বাসুদেব দাসের বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন অমিত শাহ। মেনুতে থাকছে ভাত, মুগের ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, আলু পোস্ত, পালং শাকের তরকারি। মেনুতে থাকবে স্যালাড, টোম্যাটোর চাটনি, পায়েস, টক দই। এছাড়াও থাকছে নলেন গুড়ের রসগোল্লাও। জোরকদমে চলছে রান্নাবান্না।
বেলা ১১.৫৪: রবীন্দ্র ভবনে পৌঁছলেন অমিত শাহ। রবীন্দ্রনাথ ঠাকুরকে করলেন পুষ্পার্ঘ অর্পণ।

বেলা ১১.৪৭: বিশ্বভারতীর উদ্দেশে রওনা দিল অমিত শাহের কনভয়।

বেলা ১১.৩৮: শান্তিনিকেতনের ফুটবল গ্রাউন্ডের হেলিপ্যাডে পৌঁছল অমিত শাহের হেলিকপ্টার। তাঁকে স্বাগত জানান বিজেপি নেতামন্ত্রীরা।

Helicopterবেলা ১১.১১: কলকাতা বিমানবন্দর থেকে বীরভূমের উদ্দেশে রওনা দিলেন অমিত শাহ।
সকাল ১০.৩০: কলকাতা বিমানবন্দরের উদ্দেশে রওনা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
সকাল ১০.২৯: নিউটাউনের হোটেল থেকে বেরলেন অমিত শাহ।

Amit-Shah-Newtownসকাল ৯.২৭: বিধানসভা নির্বাচনের আগে এবার থেকে প্রায় প্রতি মাসেই বাংলায় আসবেন অমিত শাহ, দাবি বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের।
সকাল ৯: অমিত শাহের সফরের আগে বীরভূমে স্বচ্ছ ভারত অভিযান বিজেপির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.