গত কয়েকদিন আগেই বাংলায় আসেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডা। ডায়মন্ডহারবার যাওয়ার পথে আক্রান্ত হতে হয় তাঁকে। নাড্ডার কনভয় টার্গেট করে রাস্তার দুপাশ দিয়ে ছোঁড়া হয় ইট। বুলেটপ্রুফ গাড়ি হওয়াতে কোনও রকমে বেঁচে যান নাড্ডা।
যদিও তাঁর সঙ্গে থাকা একাধিক বিজেপি নেতা ইটের আঘাতে গুরুতর আহত হন। এই ঘটনায় সংঘাতের রাস্তায় কেন্দ্র এবং রাজ্য। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বাংলায় অমিত শাহ।