পুরসভা নির্বাচনের ঠিক আগের রাতে বাড়ি ফেরার পথে আক্রান্ত হলেন কোন্নগর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী কৃষ্ণা ভট্টাচার্য। এই ঘটনায় অভিযোগের তির তৃণমূল কংগ্রেসের দিকে। তার জেরে কোন্নগর বটতলা জিটি রোড অবরোধ করেন বিজেপি কর্মীরা। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাস্তায় ফেলে ব্যাপক মারধর করা হয়েছে তাঁকে বলে অভিযোগ।
ঠিক কী অভিযোগ উঠেছে? পুরসভা নির্বাচনের প্রাক্কালে তৃণমূল কংগ্রেসের ওই ওয়ার্ডের প্রার্থী তন্ময় দেবের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। মোটরবাইকে করে বাড়ি ফিরছিলেন বিজেপি প্রার্থী কৃষ্ণা ভট্টাচার্য। গুরুতর অবস্থায় তাঁকে কমলনয়ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, এই ঘটনার জেরে রাতেই জিটি রোড অবরোধ, আগুন জ্বালিয়ে বিক্ষোভ এবং ভাঙচুর করা হয় কয়েকটি ট্রাকে। এই ঘটনাকে ঘিরে উত্তাপ বাড়ছে। ১০৮টি পুরসভা নির্বাচনের নিরাপত্তার দায়িত্বে আছে রাজ্য পুলিশই। ইতিমধ্যেই সকালের আলো ফুটে ভোট শুরু হয়ে গিয়েছে। কিন্তু রাতের ঘটনার প্রেক্ষিতে এখনও উত্তেজনা রয়েছে।
কোন্নগর ছাড়াও একাধিক জায়গা থেকে হামলার অভিযোগ আসছে। যদিও নির্বাচনের আগে প্রতিটি জেলায় দলের কর্মীদের গাইডলাইন দিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের মুখপত্র জাগো বাংলায় একগুচ্ছ নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। তারপরও এই হামলা কেন? উঠেছে প্রশ্ন। ইতিমধ্যেই প্রতিটি জেলায় রাজ্য পুলিশের বাহিনী পৌঁছে গিয়েছে।