আত্মনির্ভর ভারতের কেন্দ্রস্থলে উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে আগরতলার। মঙ্গলবার ত্রিপুরায় বেশি কিছু উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করার পর এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে কেন্দ্র ও রাজ্যে ডবল ইঞ্জিনের সরকার থাকলে, সংশ্লিষ্ট রাজ্যের কী উপকার হয় তাও জানিয়েছেন প্রধানমন্ত্রী। এদিন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ত্রিপুরার জনগণের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেছেন, “৩ বছরে আগে নতুন ইতিহাস রচনা করেছিলেন আপনারা এবং দেশকে দৃঢ় বার্তা দিয়েছিলেন। কয়েক দশকের নেতিবাচক শক্তিকে অপসারণ করে ত্রিপুরার জনগণ নতুনের সূচনা করেছিলেন। ২০১৭ সালে আপনারা ত্রিপুরার প্রগতির জন্য ডবল ইঞ্জিন সরকার আনার সিদ্ধান্ত নিয়েছিলেন। ডবল ইঞ্জিন সরকারের আনার সিদ্ধান্তের জন্য যে পরিনাম পেয়েছেন, তা এখন আপনাদের সামনে।”
প্রধানমন্ত্রী বলেছেন, বিগত ৬ বছরে কেন্দ্রীয় সরকারের থেকে ত্রিপুরাকে অর্থপ্রদান বৃদ্ধি করা হয়েছে। পিএম কিসান সম্মান নিধি এবং আয়ুষ্মান ভারত যোজনা ত্রিপুরার কৃষক এবং অভাবীদের সহায়তা করছে। নতুন বাড়ি পাওয়ার ক্ষেত্রে দরিদ্রদের সহায়তা করছে ডবল-ইঞ্জিনের সরকার। ৪০ হাজার দরিদ্র পরিবার নিজেদের নতুন বাড়ি পেয়েছেন। ত্রিপুরার জন্য ৮০ হাজারের বেশি নতুন বাড়ি অনুমোদিত হয়েছে, ত্রিপুরা ভারতের ৬টি রাজ্যের মধ্যে একটি যেখানে নতুন প্রযুক্তিতে বাড়ি তৈরি হচ্ছে। প্রধানমন্ত্রী এদিন বলেন, ২০১৭ সালের আগে পর্যন্ত ত্রিপুরার ৫.৮০ লক্ষ বাড়িতে গ্যাস কানেকশন ছিল। বর্তমানে রাজ্যের ৮.৫০ লক্ষ বাড়িতে গ্যাস কানেকশন রয়েছে। ত্রিপুরার প্রায় সমস্ত গ্রামে এখন শৌচালয় রয়েছে বলেও দাবি করেছেন প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রী বলেন, আত্মনির্ভর ভারতের কেন্দ্রস্থলে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে আগরতলার। স্মার্ট প্রযুক্তির সাহায্যে সদ্য নির্মিত ইন্টিগ্রেটেড কমান্ড সেন্টার রাজ্যের ফেসিলিটি নিয়ন্ত্রণে সহায়তা করবে। মোদীর কথায়, যখন প্রতিটি ঘরে জল, বিদ্যুৎ ও স্বাস্থ্য সুবিধা পৌঁছয় তখন আমাদের উপজাতি অঞ্চলের বিশেষ সুবিধা হয়। কেন্দ্র ও ত্রিপুরা সরকার সেই কাজই করছে।”
2021-03-09