এবার হামলার আশঙ্কায় আতঙ্কিত লেখিকা তসলিমা নাসরিন। তিনি জানিয়েছেন যে, তিনি মূলত প্রাণনাশের হুমকিতেই আতঙ্কিত। সলমন রুশদি ছুরির আঘাতে আহত হওয়ার পরে তাঁর এই আতঙ্ক তীব্র হয়েছে বলে দাবি। প্রসঙ্গত, সলমন রুশদি মৃত্যুর সঙ্গে পাঞ্জাব লড়ছেন এখনও।
বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনকে একাধিকবার ধর্মীয় ইস্যুতে মন্তব্য করার জন্য বিপাকে পড়তে হয়েছে। এই অবস্থায় একাধিকবার তাঁর ‘মাথার দাম’ ঘোষিত হয়েছে। এর আগেও এই ধরণের হুমকি সমন্বিত কথা প্রকাশ্যে এলেও তিনি এবার একটু বেশি আতঙ্কিত হয়ে পড়েছে সলমন রুশদির ওপরে হামলা হওয়ার পর থেকে।
চলতি মাসেই ১৩ই আগস্ট তারিখে একটি জনসভার আয়োজন করা হয়েছিল পাকিস্তানে। এই জনসভাতেই উপস্থিত থেকে মুসলিম ধর্মগুরু ‘হত্যার’ কথা বলেন। আর এই কথাটি তিনি বলেন তসলিমার নাসরিনের নাম উল্লেখ করার পর থেকেই। এই প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “এর আগেও আমার বিরুদ্ধে অনেক ফতোয়া জারি হয়েছে। কিন্তু এমন ভরা জনসভায় প্রথমবার আমার নাম উল্লেখ করে আমাকে হত্যার কথা বলা হল। এই ঘটনার পর কে না আতঙ্কিত হবে? “