আবারও তালিবানি অকথ্য অত্যাচারের কাহিনী প্রকাশ্যে। সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে এমনটাই দাবি করা হল। ভিডিওটি টুইটার মাধ্যমে প্রকাশ্যে আসার পর থেকেই শোরগোল পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
ভিডিওটি টুইটারে প্রকাশ্যে এসেছে শবনম নাজিমি নামক এক টুইটার হ্যান্ডেলের দৌলতে। ভিডিওটিতে দাবি করা হয় যে, শুধুমাত্র কোনো পুরুষকে না নিয়ে মহিলা বাইরে বেরিয়েছেন, তাই মহিলাকে তালিবানি নিষ্ঠুর শাস্তির শিকার হতে হয়েছে। (ভিডিওটির সত্যতা যাচাই করেনি রাইজ়িং বেঙ্গল)
দাবি করা হয়েছে যে, ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের তাখার প্রভিন্স এলাকায়। ভিডিও প্রসঙ্গে শবনম নাজিমির বক্তব্য, “আফগানিস্তানের মহিলারা পৃথিবীতে নরকের অভিজ্ঞতা পেয়ে যাচ্ছেন। আমাদের চোখ বন্ধ থাকলে চলবে না”। উল্লেখ্য, আফগানিস্তানে এই ধরণের ঘটনা নতুন নয়। এর আগেও আফগানিস্তানের নীতি পুলিশের দাপটের জেরে বেত্রাঘাতের শিকার হয়েছেন ১১ জন পুরুষ ও মহিলা। সূত্রের দাবি, তাঁদেরকে ২১-৩৯ বার বেতের দ্বারা আঘাত করা হয়েছিল।