তৃণমূল থেকে আসা হেভিওয়েট নেতা, বিধায়কদের তাঁদের পুরনো কেন্দ্র থেকেই প্রার্থী করতে চলেছে বিজেপি৷ এখনও পর্যন্ত সূত্রের খবর, নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী করা হচ্ছে শুভেন্দু অধিকারীকেই৷ আবার ডোমজুড় থেকে প্রার্থী করা হচ্ছে রাজীব বন্দ্যোপাধ্যায়৷ মঙ্গলবারই বিজেপি-তে যোগ দেওয়া জিতেন্দ্র তিওয়ারিকে প্রার্থী করা হচ্ছে তাঁর বর্তমান কেন্দ্র পাণ্ডবেশ্বর থেকে৷ সম্ভবত শুক্রবারই প্রথম দুই দফার ভোটের প্রার্থী তালিকা প্রকাশ করে ফেলবে বিজেপি৷
প্রার্থী তালিকা তৈরির জন্য বিজেপি-তে এখন শেষ মুহূর্তের তৎপরতা চলছে৷ এ দিনও কলকাতায় হেস্টিংসে বিজেপি-র দফতরে দলের সাংগঠনিক বৈঠক হয়েছে৷ প্রার্থী তালিকা নিয়ে রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতারা গত সোমবারও নিজেদের মধ্যে বৈঠক করেছেন৷ রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারা জেলার নেতাদের সঙ্গে কথা বলে প্রার্থী নিয়ে মতামত জেনে নিয়েছেন৷ দলে এলেই যেমন প্রার্থী করা হবে না, সেরকমই কোন আসনে কার জয়ের সম্ভাবনা সবথেকে বেশি, প্রার্থীর নাম চূড়ান্ত করার আগে সেই বিষয়টিকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে৷
সূত্রের খবর, প্রথম দুই দফার ৬০টি আসনের জন্যই প্রায় ৩০০ জনের তালিকা তৈরি করেছে বিজেপি-র রাজ্য নেতৃত্ব৷ সেই তালিকা নিয়ে আজই সন্ধেবেলাই দিল্লিতে পৌঁছবেন দিলীপ ঘোষ, মুকুল রায়, শিবপ্রকাশ, কৈলাস বিজয়বৈর্গীয়রা৷ বৃহস্পতিবার দিল্লিতে কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক রয়েছে৷ সেই বৈঠকেই এই তালিকা থেকে প্রথম দুই দফার ৬০ জনের নাম বেছে নেওয়া হবে৷ কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও৷ তবে বৃহস্পতিবারের বৈঠকে শুভেন্দু- রাজীবরা উপস্থিত থাকবেন কি না, তা এখনও নিশ্চিত নয়৷
বিজেপি সূত্রেই জানা গিয়েছে, বর্তমানে ব্যারাকপুরের বিধায়ক তৃণমূল থেকে আসা শীলভদ্র দত্তকে খড়দহ কেন্দ্র থেকে প্রার্থী করতে পারে দল৷ আর ব্যারাকপুরে প্রার্থী করা হতে পারে নিহত বিজেপি নেতা মণীশ শুক্লার বাবা চন্দ্রমণি শুক্লাকে৷