হাইকোর্টে নিজের পদ থেকে মঙ্গলবার ইস্তফা দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছেও নিজের পদত্যাগ পত্র পাঠিয়েছেন। জানিয়েছিলেন রাজনীতিতে যোগ দিচ্ছেন। কিন্তু কোন দলে যোগ দেবেন বিচারপতি। সমস্ত কৌতুহলের নিরসন ঘটল। বিজেপিতেই যোগ দিচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
রবিবার বিচারপতি পদে ইস্তফা দেওয়ার ঘোষণা করেছিলেন তিনি। আর তার পরই জল্পনা উঠে আসছিল তাহলে কি রাজনীতির ময়দানে এবার দেখা যাবে অবসরপ্রাপ্ত বিচারপতিকে? সে উত্তরের আজ সমাধা হয়ে গেল। তিনি বলেন, বিজেপি একমাত্র দল যারা তৃণমূলের মতো দুষ্কৃতিদলের সঙ্গে লড়ছে। এখন আর কোনো সর্বভারতীয় পার্টি নেই।
সাংবাদিক বৈঠক করে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, আমি টিকিট পাব কি পাব না জানি না, লড়ি বা না লড়ি আপাতত বিজেপিতে যোগদান করলাম। শাসক দলের তরফ থেকে অপমানজনক কথা বলার অভিযোগ করেছেন প্রক্তন বিচারপতি। তিনি বলেন, তৃণমূলই রাজনীতিতে নামার অনুপ্রেরণা জুগিয়েছে। তাদের মুখপাত্ররা বহু সময় অপমানজনক কথা বলেছেন। যারা জানেন না বিচারপতিকে আক্রমণ করা যায় না। শুধু তাই নয়, জাজকে উদ্দেশ্য করে গালিগালাজও করেছেন। আসলে ওদের অনেক দুর্নীতি ফাঁস হয়ে যাচ্ছিল। তিনি আরো বলেন, বড় বড় অনেক দুষ্কৃতী মন্ত্রী, আমলারা ছদ্মবেশে লুকিয়ে ছিলেন। তারা আপাতত জেলে আছেন, গড়াগড়ি খাচ্ছেন। অন্যদিকে অরুনাভ ঘোষকে কটাক্ষ করে বলেন উনি কাউন্টের মধ্যেই আসেন না।
কেন বিজেপি, কেন সিপিএম বা কংগ্রেস নয়? বিচারপতি বলেন, নাস্তিক সিপিএমের সঙ্গে তাঁর আদর্শগত ফারাক আছে। কারণ তিনি ঈশ্বরবাদী। আর কংগ্রেসের পরিবারতন্ত্রে তাঁর আপত্তি রয়েছে।