দিল্লির হিংসা ভুলিয়ে দিতে কেন্দ্রীয় সরকার করোনা করোনা করে চেঁচাছে। বুধবার বুনিয়াদপুরে দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে এমনই দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৎক্ষণাৎ তাঁর দাবির পাল্টা দিতে আসরে নেমে পড়ে গেরুয়া শিবির। এদিন মুখ্যমন্ত্রীর করোনা নিয়ে মন্তব্যের পরিপ্রেক্ষিতে তাঁকে সুস্থ মস্তিস্কের মানুষ নন বলে কটাক্ষ করেন বিজেপি নেতা রাহুল সিনহা।
এদিন রাহুল সিনহা আরও বলেন, ” কোনও সুস্থ মস্তিস্কের মানুষের মনে এই ধরণের কথা আসতে পারে না। তিনি পুরোপুরি অসুস্থ হয়ে গিয়েছেন। তাঁর এইধরনের মন্তব্যের জন্য সাধারণ মানুষের কাছে ভুলবার্তা যাচ্ছে। করোনাভাইরাসের মতো মারণ রোগের সঙ্গে দিল্লির ঘটনার তুলনা তাঁর মুখে মানায় না। কোনও সুস্থ সাধারণ নাগরিক কখনই জনসমক্ষে এই ধরণের মন্তব্য করতে পারেন না।”
প্রসঙ্গত, বিদেশ চিন পেরিয়ে ক্রমশ ভারতের মাটিতে থাবা বসাছে করোনাভাইরাস। এবার মারণ এই ভাইরাসেও লাগল রাজনীতির রঙ। এদিন দিল্লি হিংসার দিক থেকে নজর ঘোরাতেই কেন্দ্রীয় সরকার করোনা নিয়ে অযথা প্রচার শুরু করেছে বলে বিস্ফোরক অভিযোগ করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বুধবার বুনিয়াদপুরে দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে এমনই দাবি করেছেন তিনি।
এদিন সংবাদমাধ্যমের একাংশের সমালোচনা করে মুখ্যমন্ত্রী বললেন, অনেকে করোনা করোনা করে মাথা ঘামাচ্ছে৷ এটা একটা রোগ ঠিকই৷ কিন্তু প্যানিক করবেন না। আমি দেখছি কোনও কোনও চ্যানেল দিল্লির ঘটনা ভুলিয়ে দেওয়ার জন্য করোনা করোনা করছেন। যখন হবে নিশ্চয়ই বলবেন।
বিজেপিকে বিঁধে মমতা আরও বলেন, আমরা চাই ওষুধ বের হোক৷ কিন্তু যাঁরা দিল্লিতে মারা গিয়েছেন তাদের কারোর করোনা বা বিজেপির ডেঙ্গু হয়নি। করোনার মতো মারণ রোগে মারা গেলে সান্তনা দেওয়ার থাকত। কিন্তু এরা সুস্থ মানুষগুলোকে জ্যান্ত মেরে দিল।