বাংলা দখলের লড়াইয়ের শুরুতেই ময়দানে নামছেন স্বয়ং নরেন্দ্র মোদী। মেগা ব্রিগেডে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। থাকতে পারে আরও নানা চমক। যা নিয়ে বঙ্গ BJP শিবিরে উত্তেজনা তুঙ্গে। ব্রিগেডে উপস্থিত থাকছেন বাঙালির ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী। তারকা খচিত সমাবেশে নজর বাংলার।
রেসকোর্সে নামল মোদীর কপ্টার।
বক্তব্য রাখছেন BJP-র সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়।
আমি জলঢোঁরাও নই, বালিবোড়াও নই, আমি জাত গোখরো, এক ছোবলেই ছবি: মিঠুন চক্রবর্তী।নন্দীগ্রামে মমতাকে আমি হারাবই: শুভেন্দু অধিকারী
তৃণমূলকে এ রাজ্য থেকে উপরে ফেলতে হবে: শুভেন্দু অধিকারী
বক্তব্য রাখছেন শুভেন্দু অধিকারী।
২ মে বাংলার মানুষ ম্যাজিক দেখাবে: লকেট চট্টোপাধ্যায়।বক্তব্য রাখছেন লকেট চট্টোপাধ্যায়।
গেরুয়া শিবিরে যোগ দিলেন মিঠুন চক্রবর্তী।
কলকাতায় পৌঁছলন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দমদম বিমানবন্দরে নামল মোদীর বিমান।বক্তব্য রাখছেন সাংসদ অর্জুন সিং।
ব্রিগেডে হাজির সদ্য তৃণমূল ছেড়ে BJP-তে যোগদানকারী প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদী।
মঞ্চে উপস্থিত সাংসদ দিলীপ ঘোষ, অর্জুন সিং।
ধুতি-পাঞ্জাবিতে ব্রিগেড মঞ্চে মিঠুন চক্রবর্তী। তাঁকে স্বাগত জানালেন কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস পর্যবেক্ষক।মোদীর হেলিপ্যাড গ্রাউডে তদারকিতে পৌঁছলেন কলকাতা পুলিশ কমিশনার।
হেলিপ্যাড গ্রাউন্ডের বাইরে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। হেলিপ্যাড গ্রাউন্ডের বাইরে শেফার্ড ডগ, কলকাতা পুলিশের স্পেশাল কমান্ডো মোতায়েন রয়েছে। আছে মাউন্টেন্ট পুলিশ।
জল্পনা শোনা গিয়েছিল নরেন্দ্র মোদীর ব্রিগেডে হাজির থাকতে পারেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়, অক্ষয় কুমার। কৈলাস বিজয়বর্গীয় সে জল্পনা উড়িয়ে জানিয়ে দিয়েছেন, এদিন তাঁরা থাকছেন না।
বাসেই ডায়মন্ড হারবার ও কাকদ্বীপ মহকুমা এলাকা থেকে কলকাতার পথে রওনা দিয়েছেন BJP কর্মী-সমর্থকরা। তবে অভিযোগ, ডায়মন্ড হারবার, ফলতা, কুলপি, রায়দিঘি, মন্দিরবাজার, কাকদ্বীপ থেকে বাস পেতে কাঠখড় পোয়াতে হয়েছে তাদের। নোনাপুকুর ট্রাম ডিপোর কাছে ব্রিগেডগামী বাস আটকানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে।
ব্রিগেড সমাবেশের আগে গুলিবিদ্ধ হরিণঘাটার BJP বুথ সভাপতি। কল্যাণী JNM হাসপাতালে চিকিৎসাধীন তিনি।