নিজের দলে থাকতেই ছাড়তেন না, আর তৃণমূলে যোগদানের পর বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে নিয়ম করে আক্রমণ শানাচ্ছেন দিলীপ ঘোষ। ব্যতিক্রম হল না শুক্রবারও। বাবুলের ত্রিপুরা সফর নিয়ে সাংবাদিকদের প্রশ্নে ফের একবার বিঁধলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে।
শুক্রবার সকালে নিউ টাউনে প্রার্তর্ভ্রমণ সেরে দিলীপবাবু বলেন, ‘ত্রিপুরায় গিয়ে কী করবেন? কার জন্য প্রচার করবেন? কার হয়ে কথা বলবেন? তৃণমূল তো ওখানে প্রার্থীই দিতে পারেনি।’ সঙ্গে দিলীপবাবুর কটাক্ষ, ‘ও একজন এন্টারটেনমেন্ট কন্ট্রাক্টর।’ট্রেন্ডিং স্টোরিজ
দিলীপ ঘোষকে জবাব দিতে ছাড়েননি বাবুল। তিনি বলেন, ‘দিলীপ বাবুর শরীর ভালো থাকুক। উনি রোজ মর্নিং ওয়াক করে বেরিয়ে যা বলেন তার জবাব দিতে হলে আমাদের স্তুর এক হয়ে যাবে।’
বৃহস্পতিবারও বাবুলকে আক্রমণ করেছিলেন দিলীপ ঘোষ। বাবুল সুপ্রিয় কলকাতা পুরসভার মেয়রপদপ্রার্থী করা হতে পারে। এই সম্ভাবনা নিয়ে প্রশ্ন করলে দিলীপবাবু বলেন, এসব কথা তৃণমূল আপনাদের (সাংবাদিকদের) খাওয়ানোর জন্য বলে বেড়াচ্ছে। তৃণমূল বাবুল সুপ্রিয়কে ঝুনঝুনি দেবে।