হোলির ছুটির পর বুধবার ফের শুরু হয়েছে সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় ভাগ| কিন্তু, শুরুতেই উত্তর-পূর্ব দিল্লিতে হিংসা-সহ অন্যান্য ইস্যুতে বিরোধী সাংসদদের হই হট্টোগোলের কারণে মুলতুবি হয়ে যায় লোকসভা ও রাজ্যসভার অধিবেশন| এদিন অধিবেশন শুরু হওয়ার পরই দিল্লি-হিংসা নিয়ে বিরোধী সাংসদদের শ্লোগানের কারণে রাজ্যসভার অধিবেশন দুপুর দু’টো পর্যন্ত স্থগিত করে দেওয়া হয়|লোকসভাতেও একই পরিস্থিতি ছিল| দিল্লি-হিংসা, কংগ্রেস সাংসদদের সাসপেন্ড করা নিয়ে লোকসভায় সুর চড়াতে থাকেন বিরোধী দলের সাংসদরা| তুমুল বিক্ষোভের কারণে দুপুর বারোটা পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয় লোকসভার অধিবেশন| প্রসঙ্গত, লোকসভায় বিশৃঙ্খলার অভিযোগে গত সপ্তাহে কংগ্রেসের ৭ জন সাংসদকে সাসপেন্ড করেছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা| লোকসভার অধিবেশন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সেজন্য বুধবার সর্বদলীয় বৈঠক ডাকেন স্পিকার| সূত্রের খবর, ৭ জন কংগ্রেস সাংসদকে সাসপেন্ড করার সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে|
2020-03-11