পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গড়লে ভাইপো থেকে এলাকার তোলাবাজ নেতা। সবাইকে জেলে পাঠাবেন তিনি। এমনটাই হুঙ্কার ছাড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। রবিবার শহীদ মিনারের বিজেপির (BJP) জনসভায় আগাগোড়াই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালকে তুলোধোনা করলেন তিনি। নাম না করে বারবার খোঁচা দিলেন তাঁর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee)। তিনি বলেন, “আপনারা বামফ্রন্টকে তিন দশক শাসনের সুযোগ দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কেও ১০ বছর সুযোগ দিলেন। এই সময় পশ্চিমবঙ্গের উন্নয়ন হয়েছে কি?” এমন প্রশ্ন ছুড়ে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “শুধু মাত্র পাঁচ বছরের জন্য নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপিতে সুযোগ দিয়ে। ভাইপো থেকে শুরু করে, ওয়ার্ডের কাউন্সিলর যে যেখানে দুর্নীতি করেছে। সবাইকে জেলে পাঠাবো।”
প্রাক্তন বিজেপি সভাপতি বলেন, “এখানে পরিবারতান্ত্রিক রাজনীতি চলছে। নিজের পর নিজের ভাইপোকে বসানোর চেষ্টা চলছে। কিন্তু আমি আজকে একটা কথা বলে দিতে চাই, পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী কারও ঠিক করে দেওয়া ভাইপো হবে না। সে হবে পশ্চিমবঙ্গের মাটি থেকে উঠে আসা একজন।” অমিত শাহ আরও বলেন, “পরিবারতান্ত্রিক রাজনীতি গণতন্ত্র চলে না। পশ্চিমবাংলাতেও চলবে না। আপনারা কি পরিবারতান্ত্রিক রাজনীতি চান ?”
এদিনের সভায় ‘আর নয় অন্যায়’ কর্মসূচির উদ্বোধন করেন অমিত শাহ। কী কর্মসূচি অনুযায়ী একটি হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে। এখানে মিস কল দিলে তৃণমূলের হাতে আক্রান্তরা যেমন সাহায্য পাবেন, তেমনই নাগরিক সংশোধনী আইনের ক্ষেত্রে কারো যদি কোন সমস্যা হয়, তাও জানাতে পারবেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিজেপির পক্ষ থেকেই সমস্যার যাবতীয় সমাধান করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। হেল্পলাইন নম্বরটি হল, ৯৭২৭২৯৪২৯৪।
অমিত শাহ বলেছেন, “নাগরিক সংশোধনী আইন আনা হয়েছে শুধুমাত্র উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার জন্য। বাংলায় মতুয়া ও উদ্বাস্তুরা নাগরিকত্ব পেলে মমতা দিদির কোথায় অসুবিধা আমরা বুঝতে পারছি না।” তিনি আরও বলেন, “কংগ্রেস মমতা যে যতই বিরোধ করুন। আমরা নাগরিকত্ব সংশোধনী আইন থেকে পিছিয়ে আসব না। আইন কাজে লাগিয়েই পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তানের নিপীড়িত হিন্দু, শিখ, জৈন, পারসিক ও খ্রিষ্টান ধর্মাবলম্বীদের নাগরিকত্ব দেওয়া হবে।”