করোনা ভাইরাসের মহামারীতে চাকরির পরিবেশ বদলে যাচ্ছে। তাই নিজেকে আরও বেশি প্রযুক্তিগত উন্নত করতে হতে। বুধবার বিশ্ব যুব দক্ষতা দিবসে (World Youth Skill Day) দেশের যুব সমাজের প্রতি এই বার্তাই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এ প্রসঙ্গে তিনি বলেন, “করোনা ভাইরাসের মহামারীর সময় কাজের পরিবেশ বদলে গিয়েছে। চাকরির ধরনও বদলে যাচ্ছে। তাছাড়া প্রযুক্তি প্রতিনিয়ত উন্নত হচ্ছে। তাই এই পরিস্থিতিতে নিজের দক্ষতা বাড়ানো খুব জরুরি। যেটা আমাদের যুবসমাজ করছে। আসলে দক্ষতা আমাদের জন্য উপহার। এটা অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে বাড়ে। সময়ের সঙ্গে আরও উন্নত হয়।”
প্রধানমন্ত্রী বলেন, “অনেকেই আমাকে জিজ্ঞেস করেন, এই পরিস্থিতিতে যখন ব্যবসা, বাজার বদলে যাচ্ছে তখন নিজেকে সময়োপযোগী কীভাবে রাখব? আমি বলি এখনই দক্ষতার গুরুত্ব আরও বেড়ে যায়। এখন নিজেকে সময়োপযোগী রাখার একটাই মন্ত্র। দক্ষ হও, নিজের দক্ষতা আরও বাড়িয়ে নাও।” প্রধানমন্ত্রী বুঝিয়ে দেন, চাকরির বাজারে নিজেকে প্রস্তুত রাখতে হলে দক্ষতা উন্নয়নই একমাত্র হাতিয়ার হবে যুবসমাজের। পরবর্তী পরিস্থিতিতে সঙ্কুচিত চাকরির বাজার। এমন পরিস্থিতিতে যুবসমাজের একমাত্র হাতিয়ার হতে পারে দক্ষতার উন্নয়ন। প্রসঙ্গত, করোনা ভাইরাসের প্রভাবে ‘ওয়ার্ক ফ্রম হোম’-এর সংস্কৃতি বেড়ে গিয়েছে। আর এই সংস্কৃতিতে প্রযুক্তিগত উন্নয়ন সবচেয়ে বেশি কাজে লেগেছে কর্মক্ষেত্র। তাই যুবসমাজকে এই সংস্কৃতি দ্রুত রপ্ত করতে বলে প্রধানমন্ত্রী যুবকদের প্রযুক্তিগত দক্ষ হতে বলেছেন।