গোটা দেশে নভেল করোনাভাইরাসের আতঙ্ক বিরাজমান| দ্রুত ছড়াচ্ছে মারণ এই ভাইরাস| সংসদের বাজেট অধিবেশন সংক্ষিপ্ত করা নিয়েও শুরু হয়েছে টানাপোড়েন| সংসদের বাজেট অধিবেশনের দিন কমিয়ে আনার জন্য চিঠিও লিখেছিলেন বেশ কয়েকজন সাংসদ| কিন্তু, মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ৩ এপ্রিল পর্যন্তই চলবে বাজেট অধিবেশন| একইসঙ্গে অধিবেশনে কমিয়ে আনার জন্য, কয়েকজন সাংসদের চিঠির বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী| প্রধানমন্ত্রীর কথায়, আমরা ১৩০ কোটি জনগণের প্রতিনিধি|মঙ্গলবার সকালে সংসদের গ্রন্থাগার ভবনে বৈঠকে বসে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সংসদীয় দল| প্রধানমন্ত্রী ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতীন গড়কড়ি, কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর, মুক্তার আব্বাস নকভি, জেনারেল ভি কে সিং প্রমুখ| সংসদীয় পার্টির বৈঠকে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেছেন, ‘৩ এপ্রিল পর্যন্তই চলবে সংসদের বাজেট অধিবেশন|’ করোনাভাইরাসের প্রেক্ষিতে সমস্ত বিজেপি সাংসদদের নিজ নিজ সংসদীয় কেন্দ্রে গিয়ে জন সচেতনতা বাড়ানোরও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী| সংসদীয় পার্টির বৈঠক শেষে সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশি বলেছেন, ‘আজকের বৈঠকে, চিকিত্সক, নার্স এবং সমুদ্র বন্দর ও বিমানবন্দরে কর্মরতদের ভূয়শী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী| কোভিড-১৯ নিয়ে জন সচেতনতা বাড়ানোর জন্য ইলেকট্রনিক এবং সংবাদ পত্রের ভূমিকার জন্য প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী|’
2020-03-17