শনিবার পুলিশি অনুমতি না পাওয়ায় বাতিল হয়ে যায় পরিবেশবাদীদের একটি সমাবেশ।
আলিপুর ও প্রেসিডেন্সি জেল বারুইপুরে স্থানান্তরিত করে সেখানে আবাসন তৈরির পরিকল্পনা চলছে। এর প্রতিবাদ এবং প্রকৃতিবান্ধব পরিবেশ তৈরির দাবিতে আজ ’সিটিজেনস কালেকটিভ ফর আর্বান অ্যাকশনস’ নামে একটি অরাজনৈতিক গোষ্ঠী আজ আলিপুরে দু‘ঘন্টা সমাবেশের ডাক দিয়েছিল। সরকারি সংস্থা বিজি প্রেস প্রাঙ্গণে নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ এবং বড় গাছ না কাটার দাবিও রয়েছে তাঁদের।
উদ্যোক্তাদের তরফে মিলিনা দেব লাল এই প্রতিবেদককে বলেন, “আমরা পরিবেশ সংরক্ষণের দাবিতে ১১ এবং ১৬ জানুয়ারি আলিপুর অঞ্চলে প্রচার অভিযান করেছিলাম। প্রথম দিন সমস্যা হয়নি। কিন্তু দ্বিতীয় দিন পুলিশ বাধা দিয়ে বলে থানা থেকে অনুমতি আনতে হবে।
আমরা আজ প্রচার অভিযান করব বলে আগেই আলিপুর থানায় লিখিত আবেদন করি। রাস্তায় না নেমে ফুটপাথ থেকে লিফলেট বিলি এবং প্ল্যাকার্ডের মাধ্যমে প্রচারের পরিকল্পনা ছিল। কিন্তু পুলিশ লিখিতভাবে কাল রাতে জানিয়ে দেয় এ সবে অনুমতি দেওয়া হবে না। তাই বাতিল করতে হল আমাদের পরিকল্পনা।“