মাইসোর বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে সোমবার ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে দেওয়া এই ভাষণে তিনি জানিয়েছেন, মাইসোর বিশ্ববিদ্যালয় প্রাচীন ভারতের সমৃদ্ধ শিক্ষাব্যবস্থা এবং ভবিষ্যৎ ভারতের আকাঙ্ক্ষা এবং ক্ষমতার প্রমুখ কেন্দ্র।এই বিশ্ববিদ্যালয় রাজর্ষি নলবাডি কৃষ্ণরাজ বডেয়ার এবং এম বিশ্বেসরাইয়া দর্শন এবং সংকল্পকে বাস্তবায়িত করেছে। তরুণ বয়সের শিক্ষা এবং দীক্ষা দুটোকেই গুরুত্বপূর্ণ অধ্যায় বলে ভারতে বিবেচিত করা হয়। হাজার বছর ধরে এখানে এই পরম্পরায় থেকেছে। যখন দীক্ষার কথা বলা হয় তখন এটি কেবল ডিগ্রী গ্রহণের দিন নয়। জীবনের পরবর্তী পথে এগিয়ে যাওয়ার সংকল্পকে আরও বেশি শুদ্ধ করে তোলে এই দিনটি।দেশের উচ্চ শিক্ষায় সার্বিক উন্নতিকল্পের কথা ব্যক্ত করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, বিগত পাঁচ থেকে ছয় বছরে গোটা দেশের সাতটি আইআইএম তৈরি করা হয়েছে।২০১৪ সাল থেকে এখনও পর্যন্ত গোটা ভারতে ১৫টি নতুন এইমস তৈরি হয়েছে বা প্রতিষ্ঠার কাজ চলছে। স্বাধীনতার পর থেকে ২০১৪ সাল পর্যন্ত গোটা দেশে মাত্র ১৬টি আইআইটি ছিল।২০১৪ সালের পর নতুন আইআইটি নির্মাণের সংখ্যা বেড়েছে।নতুন শিক্ষানীতি প্রসঙ্গে বলতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, প্রি নার্সারি থেকে পিএইচডি পর্যন্ত ভারতের শিক্ষা ব্যবস্থায় বুনিয়াদি পরিবর্তন আনার স্বপক্ষে সর্ববৃহৎ অভিযান।তরুণ প্রজন্ম থেকে মেধা অন্বেষণ এবং সম্ভাবনাগুলিকে আরও বিকশিত করার জন্য এই শিক্ষা নীতি গ্রহণ করা হয়েছে। বিগত ছয় বছরে উচ্চশিক্ষায় শুধুমাত্র প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ানোর হয়নি। এর পাশাপাশি উচ্চশিক্ষায় যুগান্তকারী একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান ক্যাম্পাস থেকে বেরিয়ে জীবনের ক্যাম্পাসে প্রতিটা তরুণ-তরুণী যেন নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে সেই লক্ষ্যে এই নতুন শিক্ষানীতি কার্যকর ভূমিকা পালন করবে।
2020-10-19