বছরের প্রথম ‘মন কি বাতে’ জাতীয় পতাকার অবমাননা নিয়েও দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । রবিবার মন কি বাতে তিনি বলেন “লালকেল্লার ঘটনায় স্তম্ভিত গোটা দেশ।”
এদিন মন কি বাত অনুষ্ঠানে দিল্লির লাল কেল্লায় জাতীয় পতাকার অবমাননার কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । গত ২৬ জানুয়ারি কৃষকদের ট্রাক্টর মিছিলের জেরে তীব্র অশান্তি ছড়ায় দিল্লিতে। একদল আন্দোলনরত কৃষক দিল্লির লাল কেল্লায় গিয়ে নিজেদের সংগঠনের পতাকা লাগিয়ে দেয়। যার জেরে তীব্র ক্ষোভ দেখা যায় দেশবাসীর মনে। এছাড়াও করোনার সঙ্গে লড়াইয়ে ভারতের ভূমিকা নিয়ে মোদি জানান, আমরা গোটা বিশ্বের মধ্যে সর্বোচ্চ ভ্যাকসিন দাতাই শুধু নন, ভ্যাকসিন প্রস্তুতকারকও। মাত্র ১৫ দিনে ভারতে ৩০ লক্ষ করোনা যোদ্ধাদের প্রতিষেধক দেওয়া হয়েছে। এদিন মোদী উল্লেখ করেন দেশের মেয়েদের সাফল্যের কথাও। বিশ্বের সবথেকে কঠিন ও সবচেয়ে দীর্ঘ আকাশপথ পাড়ি দিয়ে ইতিহাস তৈরি করেন এয়ার ইন্ডিয়ার মহিলা পাইলট টিম। সান ফ্রান্সিসকো থেকে ১৬ হাজার কিলোমিটার পথ পাড়ি দেন তাঁরা। এদিন এই টিমের কথা উল্লেখ করেন মোদী। তিনি বলেন দেশের সেনা, বায়ুসেনা ও নৌবাহিনীতে থাকা প্রত্যেক মহিলা জওয়ানের জন্য দেশ গর্বিত। আমি দেশের প্রত্যেক নাগরিক বিশেষ করে যুবসমাজের কাছে আবেদন জানাচ্ছি স্বাধীনতা সংগ্রামীদের সম্পর্কে লেখালেখি শুরু করুন। স্বাধীনতা সংগ্রামীরা কীভাবে সাধারণ মানুষদের সঙ্গে মিশত, আলাপ আলোচনা করত জানুন। প্রধানমন্ত্রী আরও বলেন, আপনারা সকলেই লক্ষ করেছেন ভারত কীভাবে ভ্যাকসিন প্রক্রিয়ায় গোটা বিশ্বকে সাহায্য করছে। আসলে বর্তমান ভারত ওষুধ ও প্রতিষেধক তৈরিতে দক্ষ। ক্রিকেটেও আমরা অষ্ট্রেলিয়াকে হারিয়েছি। বেশ কিছু বাধা সত্ত্বেও ভারত পিচের মাধ্যমে নিজেদের জবাব দিয়েছে। এদিন বিভিন্ন রাজ্যের হস্তশিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের প্রশংসা করেন মোদী। তিনি বলেন, হস্তশিল্পীরা দেশের গৌরব বৃদ্ধি করেছেন। শুধু দেশের বিভিন্ন প্রান্তে নয়, দেশের বাইরের রাষ্ট্রগুলিতেও এই হস্তশিল্পের বিশেষ চাহিদা রয়েছে।
2021-01-31