কারগিল যুদ্ধের বর্ষপূর্তিতে শহীদ স্মরণ প্রধানমন্ত্রীর

কারগিল যুদ্ধের বর্ষপূর্তিতে ভারতীয় সেনা জওয়ানদের কুর্নিশ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ‌ রবিবার ‘মান কি বাত’ (Maan ki Baat) অনুষ্ঠানে ২১তম বিজয় দিবস অনুষ্ঠানে কার্গিল যুদ্ধে নিহত জাওয়ানদের স্মরণ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, “পাকিস্তান আমাদের ভদ্রতার সুযোগ নিয়ে ভারতের জমি অধিকার করতে চেয়েছিল। নিজেদের দেশের অভ্যন্তরীন সমস্যা থেকে সবার মুখ ঘোরাতেই এই কাজ করেছিল তারা। কিন্তু ২১ বছর আগে আজকের দিনে আমাদের সেনারা কার্গিলের লড়াইয়ে জিতেছিলেন। পাকিস্তানের খারাপ অভিসন্ধির জবাব দিয়েছিলেন আমাদের সেনারা।” প্রসঙ্গত, ১৯৯৯ সালে আজকের দিনেই কারগিল কারগিল যুদ্ধে জয় পেয়েছিল ভারত। সেই যুদ্ধে ৫২৭ জন ভারতীয় জওয়ান শহীদ হয়েছিলেন। এদিন তাদের সকলকেই স্মরণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

 এদিন সকাল সকাল টুইট করে বিজয় দিবসে ভারতীয় সেনাবাহিনীকে বাহবা দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তিনি লেখেন, “কার্গিল বিজয় দিবস ভারতের আত্মসম্মান, বীরত্ব ও নেতৃত্বের পরিচয় দেয়। যাঁরা নিজেদের জীবনের বিনিময়ে কার্গিলের খাড়া পাহাড় থেকে শত্রুদের হারিয়েছিলেন, সেইসব জওয়ানদের আমি মাথা নত করে সম্মান জানাই। যাঁরা মাতৃভূমির জন্য নিজেদের বলি দেন, সেইসব হিরোদের জন্য আমাদের দেশ গর্বিত।” প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) টুইট করে ভারতীয় জওয়ানদের বিজয় দিবসের শুভেচ্ছা। নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, “ভারতের সংস্কৃতি, সেনাবাহিনী, তাদের বীরত্ব ও বলিদানকে আমরা এইদিনে সম্মান জানাই। আমাদের সেনাবাহিনীর অদম্য সাহস ও দেশাত্মবোধ ভারতের সুরক্ষা নিশ্চিত করে। কার্গিল জয়ের ২১ তম বর্ষপূর্তিতে আমি ভারতীয় সেনাবাহিনীর বীর জওয়ানদের শ্রদ্ধা জানাতে চাই। যাঁরা সবথেকে কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে শত্রুর বিরুদ্ধে লড়েছিলেন। যুদ্ধে আহত হওয়ার পরেও বিভিন্ন ভাবে দেশের সেবা করছেন তাঁরা। তাঁদেরও সম্মান জানাই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.