ভারত সরকার মার্চ মাসের ৩০ তারিখে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল কে চিঠি দিয়ে জানিয়েছেন AAY রেশন কার্ড হোল্ডার পরিবার পিছু কেন্দ্র থেকে বিনামূল্যে যে ১৫ কেজি চাল ও ১৯ কেজি আটা পায়, সেটা তো পাবেই সাথে প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনায় প্রতিটি AAY রেশন কার্ড হোল্ডার দের ৫ কেজি করে চাল দেওয়া হবে এবং একই সাথে SPHH/PHH কার্ড হোল্ডাররা ও কেন্দ্র সরকার কর্তৃক বরাদ্দকৃত কার্ড প্রতি ২ কেজি চাল ও ২.৮৫০ কেজি আটার সাথে PMGKAY এর ৫ কেজি চাল কার্ড পিছু পাবেন জুন মাস পর্যন্ত। প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সরকার কে ৩০ শে মার্চের ঐ চিঠিতে অনুরোধ করে প্রয়োজনীয় অতিরিক্ত চাল FCI এর গোডাউন থেকে তুলে নিতে বলা হয়েছিল। এছাড়াও কেন্দ্র সরকার এই লক্ ডাউনে PMGKAY প্রকল্প অনুসারে AAY, SPHH/SHH কার্ড হোল্ডার দের ক্ষেত্রে পরিবার পিছু ১ কেজি ডাল দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই মোতাবেক গত ২৮ মার্চ রাজ্যকে অনুরোধ করে NAFED একটি চিঠি করে। যেখানে মুসুরি ডাল রাখার মত প্রয়োজনীয় গোডাউনের ব্যবস্থা রাজ্যকে করতে বলা হয়েছিল। ১৮ দিন মহামূল্যবান সময় অতিক্রম করার পর অবশেষে ১৮ ই এপ্রিল রাজ্য সেই ডেলিভারি লোকেশনের লিস্ট NAFED কে পাঠিয়েছে। অর্থাৎ, মা মাটি মানুষের সরকারের এই ঢিলেমির জন্য রাজ্যের খেটে খাওয়া প্রান্তিক গরীব মানুষেরা প্রায় পুরো এপ্রিল মাস তাদের প্রাপ্য ডাল পেলেন না। এ রাজ্যের গরীব মানুষেরা ডাল বা অতিরিক্ত চাল তো দূরের কথা, নিজেদের প্রাপ্য টুকুও পাচ্ছেন না। পরিবর্তে আমরা নিরুপায় হয়ে এক শ্রেণীর অনুপ্রাণিত চাল চোর নেতার দৌরাত্ম্য দেখছি রাজ্যময়, এ এক নিদারুণ বিভীষিকা।
2020-04-20