হিন্দু ধর্মের উত্থান নাকি সনাতনের প্রতি স্বাভাবিক টান!
‘রাম-সীতার দেখানো পথেই সকলের চলা উচিৎ। তবেই জীবনে সফলতা আসবে’। এমনই মন্তব্য করলেন নিউইয়র্কের খ্রিস্টান মেয়র এরিক অ্যাডামস। সম্প্রতি আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন ধুমধাম করে দীপাবলি পালন করেছেন হোয়াইট হাউসে। গর্বের সঙ্গে গোমাতার পুজো করা ঋষি সুনক ব্রিটেনের প্রধানমন্ত্রী হয়েছেন। তার মধ্যেই নিউইয়র্কের মেয়রের এই মন্তব্য চমকে দিয়েছে সকলকে।
দীবাবলি উপলক্ষে নিউইয়র্কে বড় সভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন মেয়র এরিক এ্যাডামস। আমেরিকায় প্রবাসী ভারতীয়কে দীপাবলির শুভেচ্ছা জানান তিনি। তারপর বলেন, ‘আসুন আমরা সবাই রামের মতো জীবন যাপন করি। সীতার মতো জীবন কাটাই। দীপাবলির শিক্ষাকে গ্রহণ করি। এই ছুটি যে কারণে সেটা উপলব্ধি করি। তবেই আমরা বুঝতে পারব আমরা আমাদের দায়িত্ব পালন করেছি।’
সঙ্গে এরিক যোগ করেন, ‘দীপাবলি আমাদের খারাপের বিরুদ্ধে জয়লাভ করতে উৎসাহ দেয়। দীপাবলিই গভীর অন্ধকারের মধ্যে আলোর দিশা দেখায়।’ এই সভায় মহাবাণিজ্য দূত রনধীর জয়সওয়াল, এবং নিউইয়র্ক অ্যাসেম্বলির সদস্য জেনিফার রাজকুমারও উপস্থিত ছিলেন।