লক ডাউনের সংকটময় মুহূর্তেও বাংলাদেশের (Bangladesh) সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর ধর্মীয় কারণে নির্যাতন অব্যাহত। গতকাল ব্রাহ্মনবাড়িয়ার (Brahmanbaria) নাসিরনগরে এক হিন্দু পরিবারের জমি-বাড়ি দখল করে নিলো এক মুসলিম প্রভাবশালী ব্যক্তি। ওই হতভাগ্য হিন্দুর নাম সুধাংশু দাস (Sudhanshu Das)। তিনি জানিয়েছেন যে তাঁর ওই জমি নিয়ে মামলা চলছিল এবং তিনি ওই মামলায় জিতেছেন। তারপরেও এই ঘটনা।
জানা গিয়েছে, গতকাল ১৩ই এপ্রিল, সোমবার নাসিরনগরের নছিপুর গ্রামের সুধাংশু দাসের (Sudhanshu Das) বাড়িতে হামলা চালায় একদল মুসলিম। তাদের নেতৃত্বে ছিলেন এলাকার প্রভাবশালী মুসলিম ব্যক্তি মোঃ ইচ্ছা মিঞা। তাঁরা সুধাংশু দাসকে (Sudhanshu Das) ঘর থেকে বের করে দেয় এবং ঘর দখল করে নেয়। সেইসঙ্গে তাঁর বাগানের গাছ কেটে নিয়ে চলে যায় তাঁরা। ঘরছাড়া ওই হিন্দু ব্যক্তিকে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যাওয়ার হুমকি দেওয়া হয়েছে। সুধাংশুবাবুর বক্তব্য, মামলায় জেতার পরেও গায়ের জোরে তাঁর জমি-বাড়ি দখল করে নেওয়া হয়েছে।