সন্ত্রাসী হামলায় ফের রক্তাক্ত হল আফগানিস্তানের রাজধানী কাবুল (Kabul)। এবার সন্ত্রাসীদের নিশানায় কাবুলের একটি হাসপাতাল! হামলায় এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মঙ্গলবার সকালে পশ্চিম কাবুলের পিডি ১৩-এর দশত-ই-বার্চি এলাকায় অবস্থিত একটি হাসপাতালের বাইরে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের পরই হাসপাতাল থেকে কমপক্ষে ৪০ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে আফগান সুরক্ষা বাহিনী।
সুরক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ৩ জন মহিলা এবং একটি শিশু-সহ মৃত্যু হয়েছে ৫ জনের।এছাড়াও ৪ জন জখম হয়েছেন। অনেকেই জানিয়েছেন, মোট দু’টি বিস্ফোরণের শব্দ শোনা যায়। হাসপাতালের ভিতরে আটকে রয়েছেন বহু চিকিৎসক।
সুরক্ষা বাহিনী জানিয়েছে, হাসপাতালের পিছনেই একটি গেস্ট হাউস রয়েছে, সেখানে বহু বিদেশি নাগরিক রয়েছেন, সেখানেই প্রবেশ করতে চাইছে হামলাকারীরা।