দিনের পর দিন তপশিলী সমাজের উপর নারকীয় ও পাশবিক অত্যাচার ক্রমশঃ বেড়েই চলেছে। তার সাম্প্রতিক নিদর্শন দেখা গেল দক্ষিণ ২৪ পরগণার সাগর ব্লকে। সেখানে গত ৩০শে জুলাই, ২০২০ বৃহস্পতিবার ঘোড়ামারা গ্রাম পঞ্চায়েতের হাটখোলা গ্রামে গৌতম পাত্রকে, (বয়স পঞ্চাশ বছর) তার বাড়ি থেকে কিছু দূরে সকাল বেলায় গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। তার গায়ে প্রচুর পরিমাণে আঘাতের ক্ষত চিহ্ন পরিলক্ষিত হয়। প্রতিবেশীদের বয়ান অনুযায়ী শারীরিক অত্যাচার ও মানসিক নির্যাতন করে তাকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে। গত ১২ই আগস্ট, মঙ্গলবার তারই প্রতিবাদে শিডিউল্ড কাস্ট ইন্টেলেকচুয়ালস এর পক্ষ থেকে ডাঃ সুদীপ দাসের নেতৃত্বে একটি প্রতিবাদ কর্মসূচি রূপায়িত হয়। সেই কর্মসূচিতে অংশগ্রহণ করেন অধ্যাপক মানস নস্কর, অধ্যাপক শেখর রায়, অধ্যাপক স্বপন কুমার বিশ্বাস, পার্থ বিশ্বাস, অধ্যাপক দিলীপ মিস্ত্রি, শিক্ষক সমীর মন্ডল, শিক্ষক শ্যামাপ্রসাদ হালদার প্রমূখ ব্যক্তিগণ।
ইন্টেলেকচুয়ালস সংগঠন এর সকল সদস্যগন প্রথমে মৃত গৌতম পাএের বাড়িতে যান। তাদের হত দরিদ্র ও দুর্দশার বাস্তব ছবি শ্রীমতি সীমা পাত্র (মৃত গৌতম পাএের স্ত্রী) বর্ননা করেন। পরিবারের একমাত্র উপার্জনশীল স্বামীর মৃত্যুর পর, তারা কোন রাজ্য সরকার বা প্রশাসনিক স্তর থেকে কিঞ্চিৎ সাহায্য ও পাননি। তিন বছর পূর্বে প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পাওয়ার পর আর কোন টাকা তাদেরকে স্থানীয় প্রশাসন থেকে দেওয়াও হয়নি। পুরো পরিবারটাই রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার । এই মর্মে ইন্টেলেকচুয়ালস সংগঠন এস. পি. অফিসে ডেপুটেশন জমা দেন এবং দাবি করেন তপশিলি অ্যাট্ট্রোসিটি অ্যাক্টের অধীনে অভিযুক্তদের কঠোর থেকে কঠোরতম সাজা হোক। যেহেতু এখনও পর্যন্ত প্রশাসনিক স্তরে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়নি, তাই ইন্টেলেকচুয়ালস সংগঠন অত্যন্ত উদ্বিগ্ন । কেন না, গৌতম পাত্রের পরিবার এখন আশঙ্কাজনক এবং মানসিক যন্ত্রণায় দিন কাটাচ্ছে । শিডিউল্ড কাস্ট ইন্টেলেকচুয়ালস সংগঠন এর দাবি গৌতম পাত্রের পরিবারকে প্রশাসনিক ও সামাজিক সুরক্ষা প্রদান করা হোক ।
The atrocities on Dalit people are increasing day by day in West Bengal. Very recently, a horrible incident has occurred at Hatkhola village under Sagar Police Station, South 24 Parganas,
In the morning of 30th July, 2020 a body of Goutam Patra aged 50 was found hanging on a tree, half km far from his house, who was missing from the 29th July evening according to the report of Sri Soumitra Patra, son of Late Goutam Patra. According to Soumitra Patra, so many wounded spots and cicatrices was perceived all over the body of deceased Goutam Patra. We the representatives of the Scheduled Castes Intellectuals leaded by Dr. Sudip Das along with Prof. Manas Naskar, Prof. Pradip Das, prof. Shekher Roy, Prof. Sanjoy das, Prof. Swapan Kr. Biswas, Prof. Dilip Mistry, Syama Prasad Halder, Partha Biswas and others strongly believe that Goutam Patra was physically tortured mentally harassed and badly insulted by some hooligans before hanging. In this regard, it goes without saying that the present case is a case of atrocity towards Dalit people where the diffidence and dignity of a Dalit man have been outraged. No serious action was taken against the culprits by the authorities despite of protest by various sides in the area as reported in various media so far.
We lodge an FIR against those culprits under the relevant sections of SC, ST (Prevention of Atrocities) Act 1989 and its subsequent amendment and under other appropriate provisions of Indian Penal Code (IPC) and to secure justice. We also requested the Superintendent of Police, to ensure and extend all legal safeguards and security protections to the family of Late Goutam Patra.