তবলিগ-ই-জামাতকে (Tablig-E-Jamat) নিষিদ্ধ করার দাবি জানালেন সাহিত্যিক তসলিমা নাসরিন। শনিবার একটি টুইট করে এই দাবি করেছেন তিনি। টুইটারে তিনি লিখেছেন, “তবলিগ-ই-জামাতের বিচক্ষণতার অভাবের কারণে অনেক মানুষ সংক্রামিত হয়ে মারা যেতে পারেন। এই সংগঠনটি এক শতাব্দী ধরে অজ্ঞতা এবং মৌলবাদ প্রচার করে আসছে। মানবতার বিরুদ্ধে নিষ্ঠুরতার জন্য তাবলিগ-ই-জামাতকে নিষিদ্ধ করা উচিত।”
প্রসঙ্গত, দিল্লির নিজামুদ্দিন এলাকায় জামাতের সমাবেশের কারণে ভারত জুড়ে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে। তার জেরে দেশজুড়ে। এই ধর্মীয় জমায়েতের ফলে ভারতের ১৭টি রাজ্যে ছড়িয়ে পড়েছে মারণ এই ভাইরাস। তাই, ইসলামিক এই ধর্মীয় সংগঠনকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন এই বিতর্কিত সাহিত্যিক। তবে ধর্মীয় গোড়া ইসলামিক সংগঠনের বিরুদ্ধে তসলিমার বিরোধিতা কোনও নতুন ঘটনা নয়। মৌলবাদীদের বিরুদ্ধে একাধিকবার নিজের স্পষ্ট মত প্রকাশ করে রোষানলে পড়েছেন তিনি। তা সত্ত্বেও মৌলবাদীদের বিরুদ্ধে নিজের মতপ্রকাশ বন্ধ রাখেননি তিনি। এদিন নিজের টুইট বার্তায় জামাতের বিরুদ্ধে সরাসরি নিষিদ্ধ করার দাবি তুলে দিয়েছেন তাসলিমা নাসরিন (Taslima Nasrin)।