উত্তর বঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের (North Bengal Medical College Hospital) আইসোলেশন ওয়ার্ডে থাকা এক ব্যক্তি পালিয়ে গেলেন। ওই ব্যক্তি কিছুদিন আগেই দিল্লীর (Delhi) নিজামুদ্দিনের তাবলীগ (Nizamuddin’s Tablig) জামাতের সম্মেলন থেকে ফিরেছিলেন। পরে প্রশাসনের পক্ষ থেকে খুঁজে বের করা হয়। তারপর তাকে আইসোলেশন করে রাখা হয়েছিল। সূত্রের খবর, রাত পর্যন্ত খোঁজাখুঁজি করেও ওই ব্যক্তির নাগাল পাওয়া যায়নি।
জানা গিয়েছে, ওই ব্যক্তির বাড়ি নকশালবাড়ি। তিনি তাবলীগ জামাতের সম্মেলনে যোগ দিয়েছিলেন। ফেরার পর তাঁর শরীরে কিছু উপসর্গ দুখ দিয়েছিল। তাই তাকে আইসোলেশন করে রাখা হয়েছিল। যদিও ওই ব্যক্তি করোনা আক্রান্ত কিনা, তা নিশ্চিত হয়নি এখনও। কারণ এখনও পর্যন্ত ওই ব্যক্তিকে সোয়াব পরীক্ষা করা হয়নি এখনও পর্যন্ত। কিন্তু গতকাল বিকেলে স্বাস্থ্যকর্মীরা খেয়াল করেন যে ওই ব্যক্তি হাসপাতালে নেই। তারপরেই খোঁজ শুরু হয় ওই ব্যক্তির। রাত পর্যন্ত খোঁজ করে ওই ব্যক্তির কোনো হদিস পাওয়া যায়নি। ওই ব্যক্তি আতঙ্কের কারণে নাকি অন্য কোনো কারণে হাসপাতাল থেকে পালিয়ে গেলেন, তা জানা যায়নি।