ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি জাতিসংঘের সাধারণ পরিষদে (UNGA) পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দ্বারা প্রদত্ত বক্তব্যকে ফালতু বলে অভিহিত করেছেন। গাঙ্গুলি আরও বলেছেন এটা সেই ইমরান খান নয়, যাকে পুরো বিশ্ব ক্রিকেটের জন্য জানে। বৃহস্পতিবার গাঙ্গুলি তার সাথী বীরেন্দ্র শেওয়াগ টুইটের জবাব দিয়ে লিখেছিলেন, “বীরু, আমি এটি দেখেছি এবং আমি এতে অবাক হয়েছি। এটি এমন একটি ভাষণ যা কেউ শুনেনি .. বিশ্বর এই সময়ে শান্তির প্রয়োজন .. পাকিস্তানের বিশেষত শান্তির সবচেয়ে বেশি প্রয়োজন, তবে এই নেতা যা বলেছিলেন তা ফালতু কথা। এটি সেই ইমরান খান নয় যাকে বিশ্ব ক্রিকেটের জন্য জানে। ”
বৃহস্পতিবার শেবাগ টুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন যাতে মার্কিন নিউজ অ্যাঙ্কর ইমরান খানের সমালোচনা করেছেন। গাঙ্গুলি, শেবাগের আগে হরভজন সিং ও মোহাম্মদ শামি ইমরানের সমালোচনা করেছেন। ইমরান তার ভাষণে ঘৃণার ভাষা বলেছিলেন এবং ভারতের বিরুদ্ধে পারমাণবিক যুদ্ধের ইঙ্গিত করেছিলেন। জানিয়ে দি, ইমরান খান ভারতকে পরমাণু হামলার হুমকির দিয়েছিলেন। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিতে গিয়ে ইমরান খান একজন আতঙ্কবাদীর ভাষায় কথা বলেছিলেন।
ইমরান খান বলেছিলেন, লা ইলাহা ইল্লাহ- মুসলিমদের কাছে একটাই আল্লাহ তাই আমরা পাল্টা জবাব দেব। ইমরান খানের ভাষণ শুনে কোনোভাবেই একজন প্রধানমন্ত্রীর মতো মনে হচ্ছিল না। ইমরান খানের ভাষণের নিন্দা চারিদিকে হচ্ছে। এখন বিশ্বের ক্রিকেটারাও ইমরান খানের নিন্দায় সরব হয়েছেন। কারণ ইমরান খান রাজনীতির আগে একজন ক্রিকেটার হিসেবে পরিচিত ছিলেন।
বীরেন্দ্র শেওয়াগ এমনিতেই টুইটারে খুব সক্রিয় থাকেন। উনি প্রায় সময় পাকিস্তানের উপর আক্রমন করে টুইট করে। ইমরান খানকে নিয়ে বীরেন্দ্র শেওয়াগ অনেকবার মন্তব্য করেছেন। আর এখন সৌরভ গাঙ্গুলিও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে তার বক্তব্যের জন্য আক্রমণ করেছেন। সৌরভ গাঙ্গুলি, বীরেন্দ্র শেওয়াগ এর মতো উচ্চস্তরের ক্রিকেটারদের এহেন নিন্দা পাকিস্তানের প্রধানমন্ত্রীর মর্যাদাকে যে আরো ক্ষুন্ন করছে তা নিয়ে কোনো সন্দেহ নেই।