CAA উদ্বাস্তু অত্যাচারিত হিন্দু , শিখ, বৌদ্ধ , জৈন ,খ্রিস্টানদের অধিকারের আইন। তাঁরা অত্যাচারিত হয়ে এসে এখানে পাবেন নাগরিকত্ব। পাচ্ছেনও । সূত্র থেকে জানা যাচ্ছে গুজরাট, রাজস্থানে কাজটি সূচিত হয়েছে।
ক্যাব পাশ হল। নাগরিকের আইন। উদ্বাস্তুদের অধিকার হল ক্যাব। CAA হল রাষ্ট্রপতির অনুমতিতে। তিন দেশ হতে আসা অত্যাচারিত শরণার্থীরা আলো খুঁজে পেলেন। কিন্তু বাধ সাধলেন কে বা কারা? যাঁরা ভোটের জন্য রাজনীতি করেন তাঁরা। আর যাঁরা পেট্রল খেয়ে ডলার পায় তাঁরা। তার মধ্যে নটনটী, হলুদ মিডিয়া বা খুচরো ছড়া লেখা সস্তার কবি। তাঁদের উস্কানি ও ভুল বোঝানোতে দেশে ব্যাপক হিংসার প্রসার ঘটেছে।
এখনো হিংসার প্রসার হচ্ছে। তার জন্য ভুক্তভুগি হচ্ছেন হিন্দুরা। যেহেতু অবৈধ অনুপ্রশকারীরা ভারতের ঢুকে গজবা- এ- হিন্দ করতে চেয়েছিল এবং তাদের সেই চেষ্টায় জল ঢালা হয়েছে তাই ভোট পিয়াসী রাজনৈতিক দল গুলির মদতে তারা এই ভারতের হিন্দুদের উপর চরম অত্যাচার শুরু করেছে।