এটা খুবই আনন্দের এবং প্রশংসনীয় ব‍্যাপার যে শিক্ষা সংস্কৃতি উত্থান ন‍্যাস (SSUN) পশ্চিমবঙ্গ প্রান্ত পরিবেশ সংক্রান্ত একটি বৈদ্যুতিক পত্রিকা প্রকাশ করতে চলেছে। বাংলা যা আজ পশ্চিমবঙ্গ নামে পরিচিত তা কবিগুরু রবীন্দ্রনাথ এবং বিখ্যাত ভারতীয় বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুর জন্মস্থান হিসেবে সারা দেশে পরিচিত। এই পশ্চিমবঙ্গই শ্রীরামকৃষ্ণ পরমহংস এবং স্বামী বিবেকানন্দের আধ‍্যাত্মিকতার চারণভূমি হিসেবে পরিচিত।

এ কথা যথার্থ নয় যে কেবলমাত্র আধুনিক কালই বিজ্ঞান এবং প্রযুক্তির যুগ হিসেবে ধরা হবে। প্রাচীন ভারত যথার্থই বিজ্ঞান এবং প্রযুক্তি ও তার উদ্ভাবনী শক্তিতে পরিপূর্ণ ছিল। সমগ্র বিশ্ব এবং মানবসমাজ বর্তমানে পরিবেশগত প্রতিকুলতার সন্মুখীন এবং বাস্তবিকই এ দেশ ও সমাজ এ সবের সমাধানের পথ দেখাতে সমর্থ। কোন না কোন ভাবে এটা কোরনা মহামারী বা Covid-19 এর ক্ষেত্রে প্রমাণিত। বিশ্ব পাঁচটি উপাদানের দ্বারা গঠিত, এদের বলাহয় পঞ্চমহাভূত; এগুলো হলো ভূমি, জল, আকাশ, আগুন এবং বায়ু। বর্তমান কালে পরিবেশের এই পাঁচটি উপাদানই যথেষ্ট দূষিত; ফলে সামগ্রিক ভাবে পরিবেশ বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের বলা হয় আধুনিক , কিন্তু আমরা উন্নয়ন ও সমৃদ্ধি অর্জন করেছি পরিবেশের ধ্বংস সাধনের মাধ্যমে।কোভিড-১৯ এর জন্য সমগ্র বিশ্বের দৃশ্যপট পরিবর্তিত হয়ে চলেছে। প্রাকৃতিক পরিবেশের কিছু মনোরম দৃশ্য আমরা লক্ষ্য করছি। আমাদের বাড়ির ছাদে বিচিত্র সুন্দর পাখিরা কিচিরমিচির করে ডাকছে। শহরের রাস্তায় বন‍্যপ্রাণীরা বিচরণ করছে। সেজন্য এই সময়ে আমাদের উচিত তাদের জন্য জল ও খাদ‍্যের ব‍্যবস্থা করা এবং ভবিষ্যতের জন্যও আমাদের এসব অভ‍্যেস করা। আমাদের হৃদয়ে এই সব প্রাণীকূলের জন্য ভালোবাসার আসন বজায় রাখতে হবে। আসন্ন বর্ষাকালেই শহর-গ্রামাঞ্চলকে দূষণ মুক্ত করার জন্য যথেষ্ট বৃক্ষ রোপণ করতে হবে এবং কিরকম গাছপালা লাগাতে হবে সে ব্যাপারে যথেষ্ট সচেতন ও বিবেচক হতে হবে। আমাদের সুস্থ ও সবল নিম, ছাতিম ইত্যাদি গাছ যেমন রোপণ করতে হবে, তেমনি মরশুমি ফল উৎপাদনকারী গাছ যেমন আম, জাম, পেয়ারা যেগুলো বানর জাতীয় প্রাণীদের কাছে বিশেষ আদরণীয় সেগুলোও রোপণ করতে হবে। এছাড়া ভেষজগুণ সম্পন্ন অর্জুন, নানান ভেষজ লতা, তাল, সুগন্ধি কদম গাছ এসবও রোপণ করা দরকার। SSUN Bengal-এর যে পরিবেশ ও শিক্ষা বিষয়ক বিশেষ গোষ্ঠী আছে তাদের খুঁজে বের করতে হবে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান লাগোয়া এলাকা, পৌরাঞ্চল, পার্ক, পরিত‍্যক্ত জমি, রেলের অব‍্যবহৃত জমিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সম্মতি নিয়ে বৃক্ষ রোপণ ও তার পরিচর্যা করতে হবে।

কথায় আছে -‘যা ঘটে তা ভালোর জন্যই ঘটে’। করোনা ভাইরাসের মহামারী Covid-19 থেকেও আমাদের অনেক কিছু শিখতে হবে। মানব সমাজ ও পরিবেশের উপর এই মহামারী যে প্রভাব ফেলেছে তাও আমাদের জানতে হবে, বুঝতে হবে। পরিশেষে আমাদের দায়িত্ব পরিবেশকে দূষণমুক্ত করা ও তা বজায় রাখা।

আমি নিশ্চিত এই বৈদ্যুতিন পত্রিকা e-magazine মানব মনে সবুজায়ন পরিচর্চার সহায়ক হবে এবং ভবিষ্যতে পরিবেশ সংক্রান্ত সমস‍্যায় পথ দেখাবে। আমি আশা রাখি SSUN-এর বাংলা গ্রুপ সবুজায়ন কর্মসূচিতে যথার্থ পথ প্রদর্শক হয়ে উঠেবে। SSUN-Bengal এর সম্পাদকীয় কমিটিকে সার্বিক প্রশংসা ও আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি। মনে রাখতে হবে, আমরা জল তৈরি করতে পারিনা কিন্তু তা রক্ষা করতে পারি।

সঞ্জয় স্বামী, ন‍্যাশনাল কো-কনভেনর (পরিবেশ শিক্ষা), শিক্ষা সংস্কৃতি উত্থান ন‍্যাস, নিউ দিল্লী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.