গুজরাটের আহমেদাবাদে শ্রেয় হাসপাতালে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। আগামী তিন-দিনের মধ্যেই তদন্ত রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। গুজরাট মুখ্যমন্ত্রীর দফতর (সিএমও)-এর পক্ষ থেকে জানানো হয়েছে, আহমেদাবাদে শ্রেয় হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। অতিরিক্ত মুখ্য সচিব (স্বরাষ্ট্র দফতর) সঙ্গীতা সিংয়ের নেতৃত্বে চলবে। তিন-দিনের মধ্যেই তদন্ত রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
আহমেদাবাদের শ্রেয় হাসপাতালে অগ্নিকাণ্ডে ৮ জন করোনা-সংক্রমিত রোগীর মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃতদের পরিবারকে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। অগ্নিকাণ্ডে যাঁরা আহত হয়েছেন তাঁদের ৫০ হাজার টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে।
2020-08-06