করোনা ভাইরাস নিয়ে সামনে আসছে একের পর এক গবেষণা। এমনকি শীতে করোনা ভাইরাস বাড়তে পারে এমন অনেক গবেষণাও ইতিমধ্যে সামনে আসছে। কিন্তু এবার একটি নতুন গবেষণায় বিজ্ঞানীরা জানিয়েছেন কেন শীতে আবার করোনা বেশি করে ছড়াতে পারে।
গবেষণায় বলা হচ্ছে, গরমকালে অ্যারোসোলের ছোট ছোট কণার কারণে এই সংক্রমণ ছড়িয়ে পড়েছিল, শীতকালে রেসপিরেটরি ড্রপলেট সরাসরি সম্পর্কে আসার ফলে করোনা আরও বাড়তে পারে।
ন্যানো লেটারস জার্নালে এই গবেষণাটি প্রকাশিত হয়েছে। সমীক্ষায় আরও বলা হয়েছে, সোশ্যাল ডিসট্যান্সিং-এর বর্তমান নিয়মগুলি কোভিড -১৯ এর বিস্তার বন্ধ করতে যথেষ্ট নয়। গবেষণার লেখক ইয়ানিং ঝু জানিয়েছেন, “আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি রেসপিরেটরি ড্রপলেট ৬ ফুটের বেশি দূরত্ব অতিক্রম করতে পারে।”
গবেষকরা জানিয়েছেন, যে সব জায়গায় তাপমাত্রা খুব কম এবং আর্দ্রতা বেশি, সেসব জায়গায় ড্রপলেট মাটিতে পড়ার আগেই ৬ ফুটের বেশি দূরত্ব অতিক্রম করে ফেলতে সক্ষম। গবেষকদের দাবি, এই ধরনের পরিবেশে করোনা ভাইরাস একদিন অবধিও বেঁচে থাকতে পারে। আর সেই কারণেই মাংসের প্লান্টগুলিতে করোনার ঘটনা দ্রুত ছড়িয়ে পড়েছে।
ঝাও জানিয়েছেন, ‘এর অর্থ স্থানীয় পরিবেশের উপর নির্ভর করে মানুষকে এই রোগের বিস্তার রোধে বিভিন্ন পদক্ষেপ নিতে হবে।’ শীতল এবং আর্দ্র জায়গায় বিজ্ঞানীরা আরও সামাজিক দূরত্ব বজায় রাখতে, মাস্ক পড়তে পরামর্শ দিচ্ছেন।
অন্যদিকে বেশ কয়েকজন বিশেষজ্ঞরা জানিয়েছেন, শীতে করোনার হাত থেকে বাঁচতে ব্যায়াম, পর্যাপ্ত ঘুম ও প্রোটিন যুক্ত খাবার খেতে হবে। এতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।